ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

টয়ার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে আমেরিকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১০, ২৮ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৪৪, ২৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

টয়ার প্রথম চলচ্চিত্র ‘বেঙ্গলি বিউটি’আসছে ১২ ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পাচ্ছে আমেরিকার ১২টি সিনেমা হলে। খবরটি জানিয়েছেন- প্রযোজক রাফি তামজিদ। ‘বেঙ্গলি বিউটি’ পরিচালনা করেছেন রাহসান নূর।

আমেরিকায় সিনেমাটি মুক্তি প্রসঙ্গে টয়া বলেন, ‘আমার প্রথম চলচ্চিত্র দেশের বাইরে মুক্তি পাচ্ছে- এটি আমার জন্য অনেক আনন্দের। আমাদের চলচ্চিত্র এখন দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিকভাবে প্রদর্শন হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘আমি এই সিনেমাটি নিয়ে অনেক বেশি আশাবাদী। সব শ্রেণির দর্শকদের সিনেমাটি ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি। একজন মেডিকেলের ছাত্রী ও একজন ডিজের প্রেম কাহিনী নিয়ে সিনেমাটির গল্প।’

খুব শিগগির দেশেও সিনেমাটি মুক্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানান এর প্রযোজক।

সিনেমাটিতে টয়ার বিপরীতে অভিনয় করেছেন রাহসান। এছাড়াও সারা আলম, আশফাক রেজওয়ান, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মাসুম বাশার, জিএম শহিদুল আলম, সারা আলমনাজিবা বাশার, নেইলি আজাদ প্রমুখ অভিনয় করেছেন এ চলচ্চিত্রে।

এছাড়া টয়া বর্তমানে অভিনয় করছেন ‘নোয়াশাল’ ‘হিংটিংছট’ ও ‘বারো ঘরের এক উঠোন’ সহ বেশ কয়েকটি ধারাবাহিকে। ধারাবাহিকের বাইরে আসছে ভালোবাসা দিবসের জন্য কয়েকটি একক নাটকের কাজও করছেন তিনি।

এদিকে প্রথমবারের মতো আরজে হয়ে শ্রোতাদের কাছে এলেন এই অভিনেত্রী। গত ১৩ জানুয়ারি থেকে ঢাকা এফএম ৯০.০৪ তে তিনি শুরু করেছেন ‘টোটাল টয়া’ শিরোনামের একটি অনুষ্ঠান।

একই সঙ্গে কণ্ঠশিল্পী বেলাল খান ও বাঁধন সরকার পূজার গাওয়া ‘ও পরানের পাখি রে …’ গানটির মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে টয়াকে। ইতিমধ্যে গানটির ট্রেলার প্রকাশ পেয়েছে। যেখানে টয়াকে দেখা গেছে অন্যরকম ফ্লেভার।

গানটিতে পারফর্ম করা প্রসঙ্গে টয়া বলেন, ‘এ গানের শুটিংয়ের সময়ই মনে হয়েছে দারুণ কিছু হচ্ছে। ইতিমধ্যে প্রমো দেখে দর্শক-শ্রোতারাও প্রশংসা করেছেন। এটি আমার ক্যারিয়ারের অন্যতম একটি সেরা কাজ হবে।’

বেঙ্গলি বিউটি’ সিনেমার ট্রেলার দেখুন :

 

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি