ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সুস্থ হয়ে উঠেছেন শাকিব খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫০, ২৮ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সুস্থ হয়ে উঠেছেন চিত্রনায়ক শাকিব খান। টানা কয়েক দিন শুটিং আর শো করে ঠাণ্ডা-গরমে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি। সম্প্রতি ভারতের হায়দরাবাদে ‘নোলক’ সিনেমার শুটিং এ অংশ নেন শাকিব। তখন সেখানে ছিল কনকনে শীত। সেখান থেকে অন্য সিনেমার গানের শুটিংয়ের জন্য আসেন থাইল্যান্ডের ব্যাংকক। সেখানে আবহাওয়া ভারতের ঠিক উল্টো, অনেকটা গরম। গানের শুটিং শেষে স্টেজ শোতে অংশ নিতে ব্যাংকক থেকে শাকিব খান আবারও ফিরে যান ভারতের মুর্শিদাবাদে। সেখান আবার প্রচণ্ড শীত। এরপর আসেন বাংলাদেশে। একদিন থেকেই আবারও উড়াল দেন অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানেও এখন খুব গরম। এই ঠান্ডা-গরম আবহাওয়ায় টানা কাজ করে শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়েন শাকিব। অবস্থা এমন হয়েছিল যে তাঁকে অ্যাম্বুলেন্সে করে সিডনি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, চিকিৎসকেরা দ্রুত প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়ে তাকে সুস্থ করে তুলেছেন। এখন তাঁকে তিন দিন পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এ মুহুর্তে ভাবনার কিছু নেই।

সিডনি থেকে দেশের গণমাধ্যমকে শাকিব খান বলেন, ‘আল্লাহর রহমতে এখন ভালো আছি।’

তিনি আরও জানান, ভালো লাগলে আজ রোববার থেকে আবার শুটিং করতে পারবেন।

শাকিবের সঙ্গে ‘সুপার হিরো’ সিনেমার শুটিং করার জন্য অস্ট্রেলিয়াতে রয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

শাকিব খানের শারীরিক অবস্থা নিয়ে চিত্রনায়িকা শবনম বুবলী বলেন, ‘আগের তুলনায় শাকিব খান এখন সুস্থ আছেন। আসলে ভারতে গত সপ্তাহে শো করার সময় থেকেই তিনি অসুস্থতা বোধ করছিলেন। বারবার আবহাওয়া পরিবর্তন হওয়ায় ঠান্ডা-জ্বরে আক্রান্ত হন। তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।’

এসএ

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি