ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সারা ভাস্বরের বিস্ফোরক মন্তব্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১০, ২৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সঞ্জয় লীলা বনশালীর ‘পদ্মাবত’ নিয়ে বিতর্কের শেষ নেই। এমনকি বিতর্কের জেরে সিনেমার নাম পর্যন্ত পাল্টে দেওয়া হয়েছে। অনেক টানাপোড়েনের পর অবশেষে মুক্তি পেয়েছে সিনেমাটি। তবে বোঝাই যাচ্ছিলো যে সিনেমাটি মুক্তি পেলে ব্যাবসা সফল হবে। যা হোক; এবার সেই ‘পদ্মাবত’ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন অভিনেত্রী সারা ভাস্বর।

সিনেমাটি দেখে তিনি বলেন, এই সিনেমা দেখার পর তাঁর নিজেকে নিছকই ‘ভ্যাজাইনা’ ছাড়া আর কিছু মনে হয়নি।

তাঁর মতে, এই সিনেমা প্রশ্ন তুলে দিয়েছে যে, একজন মহিলা বিধবা, ধর্ষিতা কিংবা গর্ভবতী হলে তার বাঁচার অধিকার রয়েছে কিনা! পরিচালক বনশালীর উদ্দেশে সেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছে তিনি।

এক খোলা চিঠিতে তিনি লিখেছেন, সতী ও জওহরের মত প্রথাকে কেন মহান বলে বর্ণনা করা হল সিনেমাতে!

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি