ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

জেলে যেতে পারেন করন জোহর!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৫, ২৯ জানুয়ারি ২০১৮

আইন ভাঙার অপরাধে ধর্মা প্রোডাকশনের মালিক করন জোহরের নামে একটি আইনি নোটিশ পাঠাতে যাচ্ছেন দিল্লি সরকার। আর জন্য জেলের ঘানিও টানতে পারেন বলিউডের এই পরিচালক।  

করণ জোহারের যৌথ প্রযোজনায় ইন্ডিয়াস নেক্সট সুপার স্টার নামক একটি রিয়েলিটি শো-তে একটি তামাকজাত দ্রব্য কোম্পানীর প্রচার করায় এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে দিল্লির স্বাস্থ্য বিভাগ।

‘COTPA’ বা ‘সিগারেট এন্ড আদার টোবাকো প্রোডাক্টস অ্যাক্ট’ অনুযায়ী কোনো চলচ্চিত্রে বা টিভি সিরিয়ালে এবং রিয়েলিটি শো-তে তামাকজাত দ্রব্যকে প্রচার করানো যাবে না। সেখানে এই জনপ্রিয় রিয়েলিটি শো-তে কমলা পসন্দ নামে ওই টোব্যাকো কোম্পানির লোগো ব্যবহার করা হচ্ছে। ফলে এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে দিল্লি সরকার।

শুধুমাত্র করণ জোহরই নয়, আইনি নোটিশ দেওয়া হবে স্টার টিভি এবং এই রিয়েলিটি শো-এর আরেকজন বিচারক বিখ্যাত পরিচালক রোহিত শেঠিকেও। এই অপরাধের জেরে প্রযোজক পরিচালক করণ জোহর এবং বাকীদের হতে পারে ৫ বছরের জেল এবং ২০০০ টাকা পর্যন্ত জরিমানাও।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি