ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পদ্মাবততে আলাউদ্দিন খিলজীর উন্মাদ নৃত্য! (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০৫, ২৯ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পদ্মাবত মুক্তির আগেই একাধিক অভিযোগ তুলেছিল রাজপুত সংগঠনগুলো। সিনেমাতে রানি পদ্মাবতীর চরিত্রকে বিকৃত করা হয়েছে এমনটাই বলা হয়েছিল। কর্নি সেনার পক্ষ থেকে এসেছিল একাধিক হুমকিও। তবে সব বাধা পেরিয়ে মুক্তি পেয়েছে পদ্মাবত। আর মাত্র চারদিনে ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়েছে সিনেমাটি।

বক্স অফিসের পক্ষ থেকে জানানো গেছে, গতরাত পর্যন্ত ভারতে পদ্মাবতের মোট আয় ১১৫ কোটি। বিতর্কের মাঝে সিনেমার এমন ব্যবসায়িক সাফল্য নিয়ে খুশি নির্মাতারা।

এই চমক হওয়ার কথা! না হওয়ার কোন উপায় নেই। কারণ মুক্তির আগে গত কয়েক বছরে আলোচিত-সমালোচিত সিনেমার মধ্যে এটাই শীর্ষে। এবার দেখা গেলো নতুন চমক।

আলোচিত এই সিনেমাটিতে রানী পদ্মাবতী, ঐতিহাসিক চরিত্র আলাউদ্দিন খিলজী ও রাজা রাওয়াল রতন সিংয়ের কাহিনী দেখানো হয়েছে। সিনেমার ‘গুমর’ গানে রানী পদ্মাবতীয় নাচ দেখেছে সবাই। এবার ‘কালিবালি’ শিরোনামের একটি গানের ভিডিও প্রকাশ করা হয়েছে। যে গানে উন্মাদ ভাবে নাচতে দেখা গেছে আলাউদ্দিন খিলজীকে।

ভিডিওতে দেখুন আলাউদ্দিন খিলজীর উন্মাদ নৃত্য :

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি