ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্লীলতাহানির শিকার জিনাত আমান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২, ৩১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রিয় অভিনেত্রী জিনাত আমান তার সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন। সত্তর এবং আশির দশকের এই অভিনেত্রী পুলিশের কাছে অমর খান্না নামের এক ব্যাক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন ব্যবসায়ী। এছাড়াও ওই ব্যক্তি নাকি জিনাত আমানেরই পূর্ব পরিচিত। অমর খান্নার বিরুদ্ধে শ্লীলতাহানি এবং হেনস্থার অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। তিনি জানিয়েছেন, শেষ কয়েকমাস ধরে খান্না তাকে হেনস্থা করতেন। এমনকি ওই ব্যক্তি তার সঙ্গে খুবই খারাপ ব্যবহার করত বলেও জানিয়েছেন জিনাত আমান।

ভারতীয় দণ্ডবিধির ৩০৪(ডি) এবং ৫০৯ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি তাকে নিয়মিত ফোন করত। এমনকি কুরূচিকর প্রস্তাবও দিত। বেশ কয়েকবার জিনাত আমান তাকে সাবধান করলেও একই ধরণের কাজ চালিয়েই যাচ্ছিল অমর। এরপরই পুলিশের দ্বারস্থ হন অভিনেত্রী। যদিও এখনও অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

উল্লেখ্য, ‘হরে রাম’, ‘হরে কৃষ্ণ’, ‘সত্যম শিবম সুন্দরম’, ‘হীরা পান্না’ সহ বেশ কিছু সিনেমাতে অভিনয়ের জন্য বিখ্যাত ছিলেন এই অভিনেত্রী।

সূত্র : এনডিটিভি

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি