ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রভাসকে নিয়ে ক্রমাগত মিথ্যাচার!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৬, ৩১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

দক্ষিণী সুপারস্টার প্রভাস। তার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন বিগ বসের প্রতিযোগী আরশি খান। সম্প্রতি এমন খবরেই সরগরম হয়ে ওঠে ভারতীয় গণমাধ্যম। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরশি খান জানিয়েছেন- বিগ বাজেটের সিনেমায় তিনি ডেবিউ করছেন। এরপর টুইট করেও জানিয়েছেন একই কথা। কিন্তু, সত্যিই কি প্রভাসের সঙ্গে তিনি স্ক্রিন শেয়ার করছেন? এমন প্রশ্ন উঠেছে বলিউডে।

এদিকে আরশি মেয়েটা কে, সেটাই নাকি জানে না প্রভাস। তাই ‘বাহুবলী টু’র অভিনেতার সঙ্গে আরশির স্ক্রিন শেয়ার তো দূরের কথা, এ বিষয়ে কোনও আভাসও তাঁর কাছে নেই। এমনটাই জানিয়েছে টিম প্রভাস।

যেখানে অভিনেতা তাকে চেনেনই না সেখানে স্ক্রিন শেয়ার করার বিষয়টি কেনো বারেবারে প্রকাশ করছেন আরশি খান?

বলিউডের অনেকেই বলছেন- এই প্রথমবার নয়, এর আগেও অনেক বিষয় নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছেন আরশি। এর আগে পাকিস্তানি ক্রিকেটার শাহিদ আফ্রিদির সন্তানের মা হচ্ছেন বলেও দাবি করেন আরশি। শেষ পর্যন্ত এর কোনও ভিত্তিই পাওয়া যায়নি।

সূত্র : বলিউড লাইফ ডট কম

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি