ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

আবারও বিতর্কে কিম কার্দেশিয়ান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ৩১ জানুয়ারি ২০১৮

কিম কার্দেশিয়ান। নামটা শুনলেই সবার মধ্যে অন্যরকম অনুভুতি কাজ করে। কারণ এই তারকা বরাবরই একটু বেশি হট। নিজেকে খোলামেলা ভাবে প্রকাশ করতে পারাটাকে তিনি বোধকরি গৌরবের মনে করেন। এবারও তিনি শিরোনামে এসেছেন এমন একটি গরম খবরের শিরোনাম হয়ে।

‘ফ্রি দ্য নিপল’ হ্যাশট্যাগ দিয়ে একটি ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। তবে এবার বিপ্লব করলেন কিম কার্দেশিয়ান। ‘নিপল’ কে সম্পূর্ণভাবে ‘ফ্রি’ করে দিলেন তিনি। ছবি নিয়ে রীতিমত বিতর্ক তৈরি হয়েছে। কারণ বিতর্ক তৈরি হওয়ার মতই ছবি। শরীর থেকে পোশাক সম্পূর্ণ সরিয়ে ফেলেছেন এই তারকা। আর এতে উন্মুক্ত হয়ে গেছে বক্ষ।

সম্প্রতি ইনস্টাগ্রামে কিছু ফটোশ্যুটের ছবি পোস্ট করেছেন কিম। তার মধ্যেই রয়েছে এরকম এক বিস্ফোরক ছবি। তবে ইনস্টাগ্রামের নিয়ম রক্ষার খাতিরে নিপলের উপর একটা চৌকা অংশ ব্লার করা রয়েছে। তা সত্ত্বেও পোস্টটি ডিলিট করে দেওয়া হবে কিনা সেটাই দেখার বিষয়। তাঁর পরনে রয়েছে একটি সাদা থং আর ফারের কালো রঙের কোট। নিজে হাতেই কোটটি সরিয়ে ছবি তুলেছেন তিনি। ছবিটিতে কোনও ক্যাপশন দেননি তিনি।

শুধু তাই নয়, পরপর বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন কিম। কোনোটিতে তাঁর পরনে বিকিনি, কোনোটিতে থং।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি