ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রোমান্টিক লুকে ‘পাষাণ’র তৃতীয় ঝলক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৬, ৩১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

‘পাষাণ’ ছবির তৃতীয় ঝলক প্রকাশিত হয়েছে। সৈকত নাসির পরিচালিত সিনেমাটি এর আগে দুইটি ঝলক প্রকাশিত হয়। মঙ্গলবার এর তৃতীয় লুক সামনে এলো।    

এর আগে ১৫ জানুয়ারি প্রকাশিত প্রথম লুকে ওমকে দেখা যায় অস্ত্র হাতে মারখুমি ভঙ্গিতে। দ্বিতীয় পোস্টারে দেখা যায় ওমের রুদ্র মুখায়ব। আর তৃতীয় লুকে ওম আর মিমকে দেখা যায় রোমান্টিক মুডে। ছবিতে একজন সাংবাদিকের চরিত্রে দেখা যাবে মিমকে।

‘পাষাণ’ ছবিটি সেন্সর এর জন্য জমা দেওয়া হয়েছে।

 

চলচ্চিত্রটির সংগীতায়োজন করেছেন শওকত আলী ইমন, বেলাল খান ও কলকাতার আকাশ। ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া।   

 

‘পাষাণ’ এ ওম-মিম ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, শিমুল খান, বিপাশা কবিরসহ আরও অনেকে। 

 

 

এসি/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি