ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শুরু হলো পরীর ‘সপ্নজাল’ এর প্রচারণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৮, ৩১ জানুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

প্রচারণা শুরু হলো পরীমণির ‘সপ্নজাল’ ছবির। ব্র্যাক ইউনিভার্সিটির ফিল্ম ক্লাবের মাধ্যমে এর প্রচারণা শুরু হলো। মঙ্গলবার ইউনিভার্সিটির অডিটোরিয়ামে এ উপলক্ষে এক আড্ডা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক, অভিনেতা- অভিনেত্রীরা।  

এ সম্পর্কে ছবিটির পরিচালক গিয়াস উদ্দিন সেলিম বলেন, এই ছবির নায়ক ইয়াশ ব্র্যাক ইউনিভার্সিটিরই ছাত্র। তাই এখান থেকেই আমরা প্রচারণা শুরু করলাম। 

এর আগে ছবিটির ট্রেইলার প্রকাশিত হয়। ট্রেইলার দেখে অনেকে প্রশংসা করেছে। এই ছবিতে ভিন্ন লুকে দর্শকদের সামনে হাজির হচ্ছেন পরী।

‘সপ্নজাল’ এ পরী- ইয়াশ রোহান ছাড়াও আরো অভিনয় করছেন শক্তিমান অভনেতা মিশা সওদাগর, শহীদুল আলম সাচ্চু, ফজলুর রহমান বাবু প্রমুখ। 

এসি/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি