ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নতুন নাটকে অপূর্ব-মম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫০, ১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ব্যক্তি অপূর্ব নয়, মম তার গানের ভক্ত। গান নিয়ে অপূর্বর সংগ্রামী পথ চলায় মম সব রকম ভাবে তার পাশে দাঁড়ায়। তবে মম’র কঠিন এক সময়ে অপূর্ব তার পাশে থাকতে পারে না। প্রকৃতি এ ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়। এমনই একটি গল্পে নির্মিত হয়েছে নাটক ‘তোমার জন্য এক পৃথিবী’।

নাটকেটিতে একই সঙ্গে স্ত্রী এবং মায়ের চরিত্রে অভিনয় করেছেন মম। অন্যদিকে অপূর্বকে দেখা যাবে একজন প্রতিশ্রুতিশীল সংগীতশিল্পী হিসেবে।

রুম্মান রশীদ খান-এর লেখা, মো. মাকসুদুর রহমান বিশালের পরিচালনায় ‘তোমার জন্য এক পৃথিবী’ নাটকটি প্রযোজনা করেছেন কাজী সাইফ।

অপূর্বর বিপরীতে অভিনয় প্রসঙ্গে মম বলেন, ‘অপূর্ব’র সঙ্গে কাজ করাটা সবসময়ই উপভোগ করি। রোমান্টিক চরিত্রে এ সময়ে অপূর্ব’র বিকল্প অভিনেতা নেই বললেই চলে। তাছাড়া অপূর্বর সঙ্গে আমার জুটিও দর্শকরা পছন্দ করেন।’

মম প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘জাকিয়া বারী মম এ মুহূর্তে ছোট পর্দার মেধাবী অভিনেত্রীদের একজন। সহশিল্পী হিসেবে মম অসাধারণ। তাছাড়া ‘তোমার জন্য এক পৃথিবী’ নাটকের গল্পটাও খুব সুন্দর। এ গল্পে আমাদের চরিত্রগুলো দর্শকরা অনুভব করতে পারবে বলে আমার বিশ্বাস।’

খুব শিগগির একটি বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি