ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তিন তারকার ‘সুখ পাখি’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১২, ১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:৫৯, ১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

জিনাত হাকিমের সংলাপ চিত্রনাট্যে আসছে ভালোবাসা দিবসের জন্য নির্মিত হয়েছে বিশেষ টেলিফিল্ম ‘সুখ পাখি’নাটকটি নির্মাণ করেছেন সঞ্জয় সমদ্দর। টেলিফিল্মটিতে একসঙ্গে অভিনয় করেছেন অহনা রহমান, আফরান নিশো পিয়া বিপাশা। মূল গল্প ড. মইনুল খান। 

টেলিফিল্মটির গল্প প্রসঙ্গে জিনাত হাকিম বলেন, ‘ভালোবাসার গতানুগতিক গল্পের বাইরের একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘সুখ পাখি’। এই ধরনের গল্প নিয়ে এখন খুব কমই নাটক নির্মাণ হয়। নাটকটি সবার অনেক ভালো লাগবে। কারণ এটিতে যারা অভিনয় করেছেন, সবাই যার যার চরিত্রে খুব ভালো করেছেন।’

অভিনয় প্রসঙ্গে অহনা বলেন, ‘গল্পটা সত্যিই অন্যরকম। এবারের ভালোবাসা দিবসে এটি হবে আমার অন্যরকম একটি কাজ। যা নিয়ে আমি অনেক আশাবাদী।’

আফরান নিশো বলেন, ‘আমি সবসময় একটু অন্যরকম গল্পে কাজ করতে চাই। ‘সুখ পাখি’ টেলিফিল্মটির গল্প ঠিক তেমনই অন্যরকম।’

গেলো ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি রাজধানীর উত্তরায় টেলিফিল্মটির শুটিং সম্পন্ন হয়েছে। ‘সুখ পাখি’ টেলিফিল্মটি ভালোবাসা দিবসকে সামনে রেখে নির্মাণ করা হয়েছে। যা একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি