ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুগ্ধতা ছড়ালো ‘নূরজাহান’র টাইটেল সং 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪১, ১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:৫৪, ১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আগামী ১৬ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাবে ‘নূরজাহান’ ছবিটি। তার আগেই একে একে মুক্তি পাচ্ছে ছবির গানগুলো। এবার মুক্তি দেওয়া হলো ছবিটির টাইটেল সং। চমৎকার লোকেশনে করা গানটি দেখে সবাই মুগ্ধ।  

ইতিমধ্যে ছবিটি যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি থেকে সেন্সরে যাবার অনুমতি পেয়েছে। এর আগে ছবিটির পোস্টার ও গান প্রকাশ করা হয়। সেগুলো বেশ প্রশংসিত হয়েছে। এর মাধ্যমে বেশ আলোচনায়ও উঠে এসেছেন পূজা ও আদ্রিত।

টাইটেল সং ‘ভাল্লাগে না তোমায় ছাড়া’ এই গানটিতে কণ্ঠ দিয়েছেন রাজ বর্মন, লগ্নাজিতা ও স্যাভি। এর মিউজিক করেছেন স্যাভি। গানটি লিখেছেন শ্রীজাত।  

ছবিটি প্রযোজনা করছে কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশন ও বাংলাদেশের আব্দুল আজিজ। পরিচালনা করছেন রাজের সহকারি ও চিত্রনাট্যকার অভিমন্যু মুখোপাধ্যায়।

‘নূরজাহান’ ছবিটি প্রযোজনা করছে কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশন ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। পরিচালনা করছেন অভিমন্যু মুখার্জি ও বাংলাদেশের আব্দুল আজিজ। 

    

 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি