ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে: অনন্য মামুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৪, ১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ০০:০৩, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চিত্রপরিচালক অনন্য মামুন বলেছেন আমার বিরুদ্ধে একটি গ্রুপ ষড়যন্ত্র করেছে। মিথ্যা তথ্য দিয়ে তারা আমাকে ফাঁসাতে চেয়েছিল। কিন্তু তারা সফল হয়নি।   

বৃহস্পতিবার (০১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এফডিসির ভিআইপি প্রজেকশন মিলনায়তনে ‘মিথ্যাচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে অনন্যা মামুন টিম’ এর আয়োজনে এক সংবাদ সম্মেলনে এ সব কথা বলেন তিনি।

অনন্য মামুন বলেন, একটি চক্র আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছিল যে, মালয়েশিয়া থেকে আমরা আর ফিরবো না। তারা আমার কাছে টাকা ও ৫০০ টিকিট চেয়েছিল। আমি তাদেরকে দেইনি। যে কারণে তারা পুলিশ দিয়ে আমাকে গ্রেফতার করে শাস্তি দিতে চেয়েছিল। তারা হুমকি দিয়েছিল আমাকে আর শো করতে দিবে না।

তিনি বলেন, আমাকে গ্রেফতার করলেও পরে তারা ছেড়ে দেয়। কারণ আমি নির্দোষ ছিলাম। এরপর সবাই দেশে ফিরে আসে। প্রত্যেকের কাছে ছিল বৈধ ভিসা। এমনকি রিটার্ন টিকিট পর্যন্ত করা ছিল। আমাদের টিমের কেউ অপরাধমূলক কোনো কাজে জড়িত ছিল না। পুলিশ সে ধরণের কোনো তথ্যও পায়নি।  

পরিচালক অনন্য মামুন গত ২৪ ডিসেম্বর মালয়েশিয়া পুলিশের হাতে আটক হন আদম পাচারের অভিযোগে। সে দেশের পুলিশের জিজ্ঞাসাবাদে অপরাধমূলক কোনো কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কোনো প্রমাণ না পাওয়ায় তাকে পরবর্তীতে আবার ছেড়ে দেওয়া হয়।

এদিকে এ ঘটনায় স্যোশাল মিডিয়াসহ গণমাধ্যমে এ নিয়ে শুরু হয় তোলপাড়। সর্বশেষ নিজেকে নির্দোষ দাবি করে আজ অনন্য মামুন তার টিম নিয়ে পুরো বিষয়টি সাংবাদিকদের সামনে তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর, চিত্রনায়ক নিরব ও ইমন।  

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি