ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:০৮, ২ ফেব্রুয়ারি ২০১৮

ফ্রেমে ফ্রেমে আগামীর স্বপ্ন’ প্রতিপাদ্যে গত শনিবার বিকালে ঢাকায় শুরু হয় ১১তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। রাজধানীর ছয়টি কেন্দ্রে একযোগে চলা উৎসবের আয়োজন করে চিলড্রেনস ফিল্ম সোসাইটি বাংলাদেশ। উৎসবের মূল কেন্দ্র কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন। অন্যান্য কেন্দ্রের মধ্যে রয়েছে জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ, গ্যেটে ইনস্টিটিউট, বৃটিশ কাউন্সিল শিল্পকলা একাডেমি। উৎসবের পর্দা নামছে আজ।

উৎসব পরিচালক আবীর ফেরদৌস বলেন, আজ উৎসবের পর্দা নামছে।

সমাপনী দিনে আজ উৎসব উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান মুস্তাফা মনোয়ার, চিলড্রেনস ফিল্ম সোসাইটির সভাপতি মুহম্মদ জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ, উৎসব উপদেষ্টা মোরশেদুল ইসলাম, নির্মাতা অমিতাভ রেজাসহ অনেকে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিকাল ৫টায় কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১১টি পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে। এবার উৎসবে বাংলাদেশসহ ৫৮টি দেশের দুই শতাধিক চলচ্চিত্র প্রদর্শিত হয়।

আজ উৎসবের শেষ দিনে শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সকাল ১১টায় হল্যান্ডের ‘দ্য ডে মাই ফাদার বিকেম এ বুশ’, লাতভিয়ার ‘সিঙ্গিং হিগো অ্যান্ড ইনক্রেডিবল অ্যাডভেঞ্চার’, জার্মানির ‘কিং গ্র্যান্ডপা’ নামের সিনেমা এবং দুপুর ২টায় ইরানের সিনেমা ‘গ্ল্যাসেস’, ভেনিজুয়েলার ‘হোল্ড’, জার্মানির ‘চিলড্রেন অব সিপ্রং’, যুক্তরাষ্ট্রের ‘গ্যালাক্সি গার্ল’ সিনেমাগুলো প্রদর্শিত হবে।

এছাড়া বৃটিশ কাউন্সিলের ফুলার রোডে সকাল ১১টায় মেক্সিকোর সিনেমা ‘টেসোরোস’, স্পেনের ‘রিয়েল ম্যান ডোন্ট ক্রাই’ সিনেমা দুটি দেখানো হবে।

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি