ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ইরেশ-মিমের গায়েহলুদ আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৬, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অভিনেতা ইরেশ যাকের ও মিম রশিদ বিয়ে করছেন। আজ শুক্রবার সন্ধ্যায় ‘গায়েহলুদ ও মেহেদী অনুষ্ঠান’ হচ্ছে তাদের। গত জানুয়ারি মাসের শেষ দিকে দুজনের আংটি বদল হয়েছে।
যদিও বিয়ের কথাটা কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল শোবিজ অঙ্গনে। কিন্তু দুই পরিবারের পক্ষ থেকে কেউই মুখ খোলেননি। ইনস্টাগ্রামে গত জানুয়ারির শেষ দিকে দুজনের আংটি বদলের স্থিরচিত্র পাওয়া গেলেও বিয়ের বিষয়টি এড়িয়ে যান দুই পরিবারের সবাই।
অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আজ শুক্রবার হলুদ মাখবেন তারা।
ইরেশের হবু স্ত্রী মিম রশিদ ছোট পর্দার তারকা মিথিলার বোন। মূলত ক্যামেরার পেছনেই বেশি কাজ করেন তিনি।
এ বিষয়ে ইরেশের মা সারা যাকের জানান, আজ শুক্রবার সন্ধ্যায় দুই পরিবারের সদস্যরা মিলে ‘গায়েহলুদ ও মেহেদী অনুষ্ঠান’ আয়োজন করেছেন। এতে তাঁদের খুব কাছের বন্ধু ও আত্মীয়স্বজন উপস্থিত থাকবেন। ৪ ফেব্রুয়ারি রোববার সন্ধ্যায় ঢাকার একটি কনভেনশন সেন্টারে ইরেশ ও মিমের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। আর এ বছর মার্চে নেপালের কাঠমান্ডুতে বউভাত অনুষ্ঠান করবেন তাঁরা।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি