ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হঠাৎ চাঁদপুরে অপু বিশ্বাস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৩, ২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২০:২৯, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

হঠাৎ করেই চাঁদপুরে গিয়ে হাজির চিত্রনায়িকা অপু বিশ্বাস। একটি কোম্পানির সাংস্কুতিক অনুষ্ঠানে অংশ নিতেই তিনি সেখানে গিয়েছেন। আর জনপ্রিয় এই চিত্রনায়িকাকে পেয়ে উচ্ছ্বসিত চাঁদপুরবাসী। তাকে এক পলক দেখার জন্য চাঁদপুর শিল্পকলা একাডেমিতে ভিড় জমে যায়। শুরু হয় হুড়োহুড়ি।  

অনুষ্ঠান থেকে বারবার ঘোষণা করা হয় অপু বিশ্বাস এখানে আসবেন। ঘোষণা শুনে অনেকেই তাকে দেখার জন্য ছুটে আসে। কিন্তু অপু বিশ্বাস আসবেন এটা অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না।

অবশেষে অপু মঞ্চে এসে হাজির হন। সবার উদ্দেশ্য বলেন, চাঁদপুরে এসে আমার খুব ভালো লেগেছে। শুনেছি এখানকার ইলিশ নাকি খুব জনপ্রিয়। চাঁদপুর আমার পুরো ঘুরে দেখা হয়নি। তবে এখানকার সবার কথা শুনে ঘুরে দেখার ইচ্ছে রয়েছে। আর ইলিশতো না খেয়ে যাবোই না।  

 এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি