ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অবশেষে ছাড়পত্র পেল ‘ধুসর কুয়াশা’ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪০, ২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২২:১০, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নানা জটিলতা অতিক্রম করে অবশেষে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল  ‘ধুসর কুয়াশা’ চলচ্চিত্রটি। দীর্ঘ দিন আটকে থাকার পর এবার ছাড়পত্র পেল ছবিটি। গেল বছরের জুলাই মাসে ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়েছিল। কিন্তু ছবিটিতে অশালীন দৃশ্যে, শিশু পাচার, নারী ধর্ষণসহ আরো কিছু সমস্যায় আটকে দেয় সেন্সর বোর্ড। মুক্তিতে দেওয়া হয় নিষেধাজ্ঞা।  

সেন্সর বোর্ডের এই সিদ্ধান্তে থেমে থাকেননি চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান হিসাম মাল্টিমিডিয়া। তারা তাদের প্রচেষ্টায় অবশেষে সফল হয়েছেন। আপত্তিকর দৃশ্যে বাদ দিয়ে আবার জমা দিলে বৃহস্পতিবার প্রযোজকের হাতে সেন্সর সার্টিফিকেট তুলে দেওয়া হয়। ‘ধূসর কুয়াশা’ ছবিটি মুক্তিতে আর কোন বাধা থাকলো না।  

ধুসর কুয়াশা ছবিতে অভিনয় করেছেন নবাগত নায়ক মুন্না, নিপুণ ও পুষ্পিতা পপি।  

অভিনেতা মুন্না বলেন, আল্লাহর অশেষ রহমতে আমার প্রথম চলচ্চিত্রের সেন্সর ছাড়পত্র পেলাম। এ জন্য আমি খুবই খুশি। এই ছবির জন্য আমার আরো কয়েকটি ছবির কাজ আটকে ছিল। এবার সেই কাজগুলোও শেষ করতে পারবো। আপনারা ছবিটি দেখবেন এবং  আমাকে পরামর্শ দেবেন। আগামীতে আরো ভালো ভালো কাজ করতে চাই।

‘ধূসর কুয়াশা’ ছবিতে আরো অভিনয় করেছেন শিবা সানু, রিনা খানসহ আরো অনেকে। সিনেমাটিতে একটি আইটেম গানসহ মোট তিনটি গান রয়েছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন উত্তম আকাশ। 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি