ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কানী মায়ের চরিত্রে ফারজানা ছবি  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:১৫, ২ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:২৪, ২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

আল্লাহ মানুষকে নানাভাবে সৃস্টি করেছেন। কাউকেই শতভাগ  পরিপূর্ণরুপে সৃস্টি করেন নাই। প্রত্যেক মানুষেরই কিছু না কিছু খুত থাকে। ‘কানী মা’ গল্পে মায়ের থাকে কানা চোখ। এই চোখ ছেলে হামিদকে লজ্জা দেয়, যা পরবর্তীতে সৃষ্টি করে মায়ের প্রতি সন্তানের তীব্র ঘৃণা ও অবজ্ঞা।

পৃথিবীর সব সহ্য করা যায় কিন্তু সন্তানের অবজ্ঞা যে সহ্য করা যায় না। এমনই এক হৃদয় ছোঁয়া ভিন্নধর্মী গল্প নিয়ে তরুণ নির্মাতা নুইব হাসান নির্মাণ করেছেন নারী দিবসের বিশেষ টেলিছবি ‘কানী মা’। যার নাম ভূমিকায় অভিনয় করেছেন ফারজানা ছবি এবং ছেলে হামিদের চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।

সম্প্রতি জোড় পুকুর রাজবাগান জোহাপল্লীতে এর শ্যুটিং সম্পন্ন হয়। ফারজানা ছবি বলেন, ‘এই টেলিছবিতে টানা ৪৮ ঘন্টা আমাকে এক চোখ বন্ধ রেখে পাথরের চোখ পড়ে কাজ করতে হয়েছে, যা আমার অভিনয় জীবনে কঠিন এক নতুন সংযোজন।’

নির্মাতা নুইব হাসান গল্প প্রসঙ্গে বলেন, ‘কানী মা গল্পটি বিগত আট বছর ভেতরে ধারণ করেছি এবং দর্শককে ভিন্নরকম কিছু দেয়ার উদ্দেশ্যে বিগত কয়েকটা মাস প্রাণপণ চেষ্টা করে গেছি। আশা করি, সব শ্রেণির দর্শক গল্পটি খুবই পছন্দ করবেন।’

টেলিছবিটি নারী দিবসে বেসরকারি কোনো টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি