ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফেরদৌস আসছেন নতুন নায়িকা নিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৪, ৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:২৬, ৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বছরের শুরুটা ছিলো চিত্রনায়ক ফেরদৌসের। তার অভিনীত এবং সাইফুল ইসলাম মান্নু পরিচালিত ‘পুত্র’ সিনেমাটি মুক্তি পায় চলতি বছরের শুরুর দিকে। গত বছরটাও তার জন্য ছিলো শুভ। কারণ পুরো বছর জুড়েই বেশকিছু সিনেমাতে কাজ করেছেন তিনি। এবার নতুন করে আরও একটি সিনেমায় নাম লেখালেন এই চিত্রনায়ক। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি ঢাকা ক্লাবে নতুন নায়িকা সেলিম বেরনকে নিয়ে নতুন সিনেমার মহরতে অংশ নেন।

ফেরদৌস মহরত অনুষ্ঠানে প্রবাসী অভিনেত্রী সেলিম বেরনকে ডেকে সকলের সঙ্গে মঞ্চে পরিচয় করে দেন। এ সময় তিনি বলেন, ‘এ সিনেমার ডামি শুটিং আমরা লন্ডনে করেছি। সিনেমাতে আমার চরিত্রের নাম রেদওয়ান। আর কাজটা বেশ গুছিয়ে করতে চান পরিচালক জি এম ফুরুক ও প্রযোজনা প্রতিষ্ঠান ফোর মোশন পিকচার্স। দেশে নতুন হলেও হলিউডে বেশ কয়েকটি কাজ করছেন সেলিম বেরন। এফডিসিতে গানের শুটিংয়ে অংশ নেবো আমরা। আশা করি, ভালো একটি কাজ হবে। বাংলা সিনেমাতে এবারই প্রথম কাজ করছেন সেলিম বেরন।’

নিজের কথা বলতে গিয়ে সেলিম বেরন বলেন, ‘আমার জন্ম দেশের বাইরে। তবে আমি কলকাতায় বেশকিছু সময় থেকেছি। তাই বাংলাটা কিছুটা শেখা হয়েছে। আমার কাছে মনে হয় যে কোনো দেশের অভিনেত্রীর নিকট সিনেমার গল্পটা আসল। আর আমার কাছে এ সিনেমার গল্পটা বেশ ভালো লেগেছে। ফেরদৌস আমাকে বেশ সহযোগিতা করছেন।’

ওই মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, অভিনেতা মিশা সওদাগর, জায়েদ খান, ইমন, সাইমন সাদিক, কণ্ঠশিল্পী আঁখি আলমগীর, কনাসহ আরও অনেকে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি