ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

অভিনেত্রী উমার সামনে নগ্ন হতে চেয়েছিলেন ওয়েনস্টিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৩, ৪ ফেব্রুয়ারি ২০১৮

হার্ভে ওয়েনস্টিন। কুয়েন্টিন তারান্তিনো পরিচালিত বিশ্ব চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম মাস্টারপিস ‘পালপ ফিকশন’ সিনেমার অন্যতম নির্বাহী প্রযোজক। হার্ভের বিরুদ্ধে পর্যন্ত ডজন ডজন হলিউড অভিনেত্রী যৌন হয়রানির অভিযোগ তুলেছেন।

এবার তার বিরুদ্ধে অভিযোগ করেছেন আরেক অভিনেত্রী উমা থারম্যান। ‘পালপ ফিকশন’ সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন তিনি।

গত নভেম্বরে হার্ভের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেও সরাসরি কোনো অভিযোগ করেননি উমা। এবার নিউ ইয়র্ক টাইমসে লেখা প্রতিবেদনে তিনি এর বিস্তারিত বর্ণনা দিয়েছেন।

‘কেন উমা রাগান্বিত’ শিরোনামে ওই প্রতিবেদনে উমা বলেন, হার্ভে আমাকে নিচে ছুড়ে ফেলেছিল এবং আমার সামনে নগ্ন হওয়ার চেষ্টা করছিল। ১৯৯০ এর কোনো এক সময়ে লন্ডনে প্রযোজকদের হোটেল রুমে এ ঘটনা ঘটে।’

৪৭ বছর বয়সী উমা আরও জানান, ‘তিনি সেখান থেকে কোনো মতে পালিয়ে এসেছিলেন।’

তবে হার্ভের নারী মুখপাত্র এসবকে অসত্য বলে দাবি করেছেন।

শুধু হার্ভের বিরুদ্ধেই নয়, উমা তার এক সহঅভিনেতার বিরুদ্ধেও অভিযোগ এনেছেন।

উমা বলেন, কিশোরী বয়সে তাকে শারিরীক সম্পর্ক স্থাপনে বাধ্য করেন এক অভিনেতা- যে তার চেয়ে ওই সময় ২০ বছরের বড় ছিল।

সূত্র : নিউ ইয়র্ক টাইমস

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি