ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফ্যাশন বয়সকে দাবিয়ে রাখতে পারে না

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৭, ৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ফাগুন আসুক সবার মনে, ফাগুন আসুক সবার প্রাণে। সত্যিই তাই। ফাগুন মানেনা বয়স, সময় কাল। সম্প্রতি কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছে বিশ্ব রঙ। তাতে দেখা গেছে প্রবীণ অভিনেত্রী দিলারা জামান জনপ্রিয় অভিনেত্রী শর্মিলা আহমেদ রঙের ছোয়ায় তারুণ্যের শীর্ষে পৌঁছে গেছেন।

ছবিগুলো দেখে মনেই হচ্ছে না যে- বয়সে প্রবীন হয়ে গেছেন এই অভিনেত্রীরা। বসন্তের হাওয়া তাদের পোশাক ও সৌন্দর্য্যকে বাড়িয়ে দিয়েছে কয়েকগুন।

কিছু ছবিতে আছেন দিলারা জামান ও তার মেয়ে প্রিতু। এ ছবির ক্যাপশনে লেখা হয়েছে- ‘তুমি আমার মা আমি তোমার মেয়ে বসন্ত আসুক সবার জীবনে’।

অনেকেই ছবিগুলো দেখে মনের অনুভুতি ব্যক্ত করেছেন। আবার কেউ কেউ শেয়ারও দিয়েছেন।

কেউ লিখেছেন- ‘ছবিটা দেখার পর থেকে একটা কথাই মাথায় আসছিলো ফ্যাশন কোন বয়সকে দাবিয়ে রাখতে পারে না! পুরোটাই নিজেদের ভেতরের ব্যাপার। ছবিতে ২ জন জীবন্ত কিংবদন্তি দেখেই সেটা আবারও স্পষ্ট হয়।’

কেউ আবার লিখেছেন- ‘ফাগুন আসুক রংঙে ঢ়ঙে, ফাগুন আসুক বিশ্বরঙে।’

কেউ লিখেছেন- ‘দারুন বসন্ত আমি মুগ্ধ।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি