ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিজ্ঞাপনের শুটিং করতে দিনাজপুরে শুভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫২, ৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:১০, ৪ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কথা ছিলো ভালো থেকো নিয়ে চলতি সপ্তাহ কাটিয়ে দিবেন শুভ। কিন্তু ভালো থাকা আর হলো না। আরও এক সপ্তাহ পর ভালো থেকো নিয়ে হলে আসবেন আরিফিন শুভ। তবে কর্ম ব্যস্ততা তাকে ভালো রেখেছে। ঢালিউডের ব্যস্ত অভিনেতা আরিফিন শুভ সিনেমার পাশাপাশি এখনও মাঝে মাঝে বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেন। তবে ভালো কোনো পণ্যের বিজ্ঞাপন ছাড়া কাজ করেন না তিনি। এবার একটি টেলিকমের কাজে দিনাজপুরে গেলেন এই তারকা।

এ বিষয়ে শুভ বলেন, ‘রবি টেলিকমের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজের জন্য প্রথমবার দিনাজপুর আসা। এটি নির্দেশনা দেবেন আদনান আল রাজীব। দিনাজপুরের বেশকিছু সুন্দর লোকেশনে এর কাজ হবে। আমি খুবই আনন্দিত। বেশ মজা করে কাজটা শেষ করতে চাই। ৫ ফেব্রুয়ারি পর্যন্ত কাজ হবে, এরপর ঢাকায় ফিরে নতুন সিনেমাগুলোর কাজ শুরু করব।’

কিছুদিন পরই কলকাতার পরিচালক রঞ্জন ঘোষের ‘আহা রে’ নামে একটি সিনেমার কাজ শুরু করবেন শুভ। সম্প্রতি সিনেমাটির চুক্তির জন্য কলকাতায় গিয়েছিলেন তিনি। চুক্তিবদ্ধের পাশাপাশি সিনেমার লুক সেট, কস্টিউমের কাজের পাশাপাশি চরিত্রের কর্মশালাও করে এসেছেন।

এদিকে ১ মার্চ ‘লাক্স সুপারস্টার’ প্রতিযোগিতায় বিচারক হিসেবে সময় দেবেন শুভ। আর ২০ মার্চ থেকে শুরু করবেন কলকাতার আরেক জনপ্রিয় পরিচালক অরিন্দম শীলের ‘বালিঘর’ সিনেমার কাজ। এরপর এপ্রিলে আবার শিহাব শাহিনের ‘মনফড়িং’ এর শুটিংয়ে অংশ নেবেন তিনি।

অন্যদিকে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শুভর নতুন সিনেমা ‘ভালো থেকো’। জাকির হোসেন রাজু পরিচালিত এ সিনেমাতে তার বিপরীতে প্রথমবার অভিনয় করেছেন তানহা তাসনিয়া।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি