ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অপেক্ষায় আফ্রি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫২, ৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু। এরপর বড় পর্দায় প্রবেশ। অভিনেত্রী আফ্রি এখন অপেক্ষায় আছেন নতুন সিনেমার। অল্পদিনের মধ্যেই তার অভিনীত নতুন সিনেমা জমা পড়বে সেন্সরে। সিনেমার নাম ‘নীল ফড়িং’। এ সিনেমাতে তার বিপরীতে অভিনয় করেছেন শিপন মিত্র। আর এটি পরিচালনা করেছেন ইদ্রিস হায়দার।

সিনেমাটি নিয়ে আফ্রি বলেন, ‘নীল ফড়িং’ নিয়ে আমি বেশ আশাবাদী। এ সিনেমাতে আমার চরিত্রের নাম অবনী। রোমান্টিক ও পারিবারিক কাহিনী নিয়ে করা এ সিনেমাতে আমাকে ভিন্ন একটি চরিত্রে দর্শক দেখতে পাবেন।’

এদিকে শিপনও সিনেমাটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন।

সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান নোমান ফিল্মসের কর্ণধার আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সিনেমার অফিসিয়াল একটি পোস্টার সমপ্রতি প্রকাশ করা হয়েছে। এরপর আসবে গান, ট্রেইলার। আর সিনেমাটি সেন্সর ছাড়পত্র পাওয়ার পর দ্রুত এটি মুক্তি দেয়ার ইচ্ছে রয়েছে।’

পরিচালক ইদ্রিস হায়দার বলেন, ‘সিনেমাতে ভিন্ন একটি গল্প তুলে ধরা হয়েছে। আমার পরিচালনায় প্রথম সিনেমা এটি। আশা করি, দর্শকরা খুব শিগগিরই প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পাবেন।’

‘নীল ফড়িং’ সিনেমাতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- চম্পা, শহীদুল আলম সাচ্চু, কচি খন্দকার, সাইফ চন্দন প্রমুখ।

‘নীল ফড়িং’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ। এর আগে মনিরুল ইসলাম সোহেলের ‘স্বপ্ন যে তুই’ সিনেমাটি মুক্তি পায় মডেল-অভিনেত্রী আফ্রির। আর এ সিনেমাতে তার নায়ক হিসেবে ছিল ইমন। এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি