ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমের বিষয়টি নিছকই গুঞ্জন : মিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

ভালোবাসা দিবস উপলক্ষে ১৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ‘আমি নেতা হব’। উত্তম আকাশ পরিচালিত ছবিটির মাধ্যমে আট বছর পর আবার জুটি গড়লেন শাকিব খান ও বিদ্যা সিনহা মিম।

ছবিটির মুক্তির অপেক্ষায় রয়েছেন সিনেমা প্রেমী দর্শকরা। ছবিটিকে সামনে রেখে বিভিন্ন গণমাধ্যমে খবর বের হচ্ছে। এরই মধ্যে কোনো এক গায়কের সঙ্গে বিদ্যার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। এ ব্যাপারে মিম স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, কোন গায়কের সঙ্গে তার প্রেম নেই। প্রেমের বিষয়টি নিছকই গুঞ্জন।

‘আমি নেতা হবে’ সম্পর্কে মিম জানান, শাকিব খান অস্ট্রেলিয়ায় থাকার কারণে ছবিটির প্রচারণা চালানো হচ্ছে না। তবে মুক্তির তিন-চার দিন আগে থেকে টেলিভিশন চ্যানেল, পত্রিকা অফিসে ছবি নিয়ে হাজির হবেন বলে জানিয়েছেন ঢাকাই সিনেমার এই অভিনেত্রী।

একটি রাজনৈতিক গল্পের ছবি ‘আমি নেতা হব’। এরই মধ্যে ছবির ‘চুম্মা’ ও ‘লাল লিপিস্টিক’ শিরোনামের দুটি গান ইউটিউবে ব্যাপক সাড়া ফেলে দিয়েছে। ছবিটি মুক্তির পর অবস্থা কী হয়, এখন তা দেখার অপেক্ষায়।

আপাতত কোনো ছবির শুটিং না করলেও মুক্তির অপেক্ষায় আছে মিমের অভিনীতপাষাণ দাগ নামে দুটি ছবি। এছাড়া নতুন একটি ছবির কথাবার্তা চলছে বলে জানান সময়ের জনপ্রিয় এই অভিনেত্রী।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি