ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তৌসিফের আজ গায়ে হলুদ, শুক্রবার বিয়ে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০০, ৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২১:০৪, ৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

শুক্রবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ছোট পর্দার অভিনেতা তৌসিফ মাহবুব। প্রেমিকা জান্নাতুল ফেরদৌসের সঙ্গেই তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির একটি পার্টি সেন্টারে আয়োজন করা হয়েছে গায়ে হলুদ অনুষ্ঠানের।

আগামী সোমবার হবে বৌভাত অনুষ্ঠান। পাত্রী জান্নাতুল ফেরদৌসের বাসা রাজধানীর মিরপুরে। রাজধানীর একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে বিবিএ-এর শিক্ষার্থী তিনি।

তৌসিফ বলেন, ‘আগে থেকেই আমাদের পরিচয় থাকলেও পারিবারিকভাবেই বিয়ে হচ্ছে। সাবাই আমাদের জন্য দোওয়া করবেন। 

গতবছরের ২৯ নভেম্বর ফেইসবুক পোস্টে ৯ ফেব্রুয়ারি বিয়ের ঘোষণা দিয়েছিলেন তৌসিফ। দু’জনের ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘আনুষ্ঠানিকভাবে নিজে বলছি, এবার বিয়ের সানাই বাজবে। ২০১৮ সালের ভাষা ও ভালোবাসার মাসে বিয়ে করব। দোয়া করবেন।’

মিডিয়াঙ্গনে ২০১০ সাল থেকেই তিনি কাজ শুরু করেন। ‘অল টাইম দৌড়ের উপর’ নাটক দিয়ে শুরু করেন যাত্রা। তারপর ‘ল্যান্ড ফোনের দিনগুলোতে প্রেম’, ‘রোড ট্র্যাপ’, ‘রুমডেট’, ‘রাব্বু ভাইয়ের বউ’, ‘নাইন অ্যান্ড আ হাফ’সহ অসংখ্যা নাটকে অভিনয় করেন।

এসি/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি