ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাপ্পিই অপুর নায়ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৭, ৯ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমার সিক্যুয়াল নির্মাণ করা হচ্ছে। গত বছরের শেষের দিকে সিনেমাটির পরিচালক দেবাশীষ বিশ্বাস নিজেই এ ঘোষণা দিয়েছেন। এবার জানা গেল সিনেমাটির নায়ক-নায়িকা কে! রিয়াজের জায়গায় এ সিনেমাতে নায়ক হিসেবে থাকছেন বাপ্পি চৌধুরী। আর নায়িকা হিসেবে থাকছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি তাদের চূড়ান্ত করা হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে বাপ্পী চৌধুরী বলেন, ‘এ ব্যাপারে এখন আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারছিনা। তবে এমনটি হলে সত্যিই অনেক আনন্দিত হবো আমি। শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটি একটি দর্শকপ্রিয় চলচ্চিত্র। আগেরটায় রিয়াজ ভাই অভিনয় করেছেন। এবার যদি আমি করি তাহলে এটা আমার জন্য অবশ্যই চ্যালেঞ্জের। এ চ্যালেঞ্জটিই আমি গ্রহণ করতে চাই।’

অন্যদিকে অপু বিশ্বাসও নিশ্চিত করে কিছু বলেন নি। তিনিও বলেছেন, এমনটি হলে অবশ্যই আপনাদের জানাবো।

জানা গেছে, শিগিগিরই আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে। ২০০১ সালে মুক্তি পেয়েছিল ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমাটি। পরের বছরই কলকাতায় সিনেমাটির রিমেক করেন হরনাথ চক্রবর্তী। প্রসেনজিৎ ও ঋতুপর্ণা অভিনীত সিনেমাটি সেখানেও ব্যবসাসফল হয়।

দেবাশীষ বিশ্বাস বলেন, ‘মানুষের অনেক ভালোবাসা পেয়েছি ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ নির্মাণ করে। এরপর নিজের মধ্যে দায়বদ্ধতাও অনেক বেড়েছে। এবার ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-টু’ নির্মাণেও সবার ভালোবাসা পাব বলে আশা করছি।’

সিনেমাটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি