ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ছাড়পত্র পেলো নূরজাহান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২০, ৯ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সেন্সর ছাড়পত্র পাচ্ছে বহুল প্রতিক্ষিত রোমান্টিক সিনেমা ‘নূরজাহান’। বৃহস্পতিবার সেন্সরে সিনেমাটি প্রদর্শিত হয় এবং মুক্তির অনুমতি পায়। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের সদস্য নাসিরউদ্দিন দিলু।

দিলু জানান, ‘গেল সপ্তাহে যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটি থেকে অনুমতি পেয়ে সেন্সরে জমা পড়ে ‘নূরজাহান’। বৃহস্পতিবার এটি আমরা দেখেছি। সিনেমাটিকে সেন্সরের ছাড়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগামী রোববার সিনেমার প্রযোজকের হাতে মুক্তির অনুমতিপত্র তুলে দেয়া হবে।’

এদিকে ‘নূরজাহান’ সেন্সর বাধা অতিক্রম করায় আনন্দিত সিনেমাটির বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এর সিইও আলিমুল্লাহ খোকন বলেন, ‘রোমান্টিক প্রেমের দারুণ একটি গল্পে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। দর্শকের মন ভরাবে ‘নূরজাহান’।’

তিনি জানান, আসছে ১৬ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে দেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পাবে ‘নূরজাহান’। এ সিনেমাটি দিয়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন পূজা চেরি। সিনেমাতে তার বিপরীতে রয়েছে কলকাতার ছেলে আদ্রিত।

‘নূরজাহান’ সিনেমাটি নির্মাণ করেছেন ওপার বাংলার অভিমন্যু মুখার্জি ও বাংলাদেশের আব্দুল আজিজ।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি