ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘আমি নেতা হবো’ সিনেমার চ্যালেঞ্জ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ৯ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অফিসিয়ালিভাবে প্রকাশ হয়েছে ‘আমি নেতা হব’ সিনেমার প্রথম পোস্টার। মুক্তির আগেই নানা কারণে আলোচনায় ছিলো সিনেমাটি। নতুন খবরচ হচ্ছে শাকিব-মিমের ‘আমি নেতা হবো’ সিনেমাটি প্রদর্শনের মধ্য দিয়ে খুলছে বন্ধ হয়ে যাওয়া ২৫টি সিনেমা হল। ১৬ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাবে সিনেমাটি।

এ উপলক্ষে বন্ধ হয়ে যাওয়া অর্ধশতাধিক সিনেমা হল নতুন করে খোলার উদ্যোগ নিয়েছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

প্রতিষ্ঠানের কর্ণধার সেলিম খান বলেন, ‘আমি নেতা হবো’ শাপলা মিডিয়ার প্রথম প্রয়াস। আমরা এই সিনেমাটি ১৫০ হলে মুক্তি দেবো। কেউ যদি বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে সেই বাধাকেও আমরা অতিক্রম করতে পারি। এজন্যই কিছু বন্ধ হল খোলার পরিকল্পনা করেছি।

প্রতিষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ বাদল জানান, ‘এরই মধ্যে ২৫টি বন্ধ হয়ে যাওয়া সিনেমা হলে ‘আমি নেতা হবো’ সিনেমাটি প্রদর্শনের জন্য বুকিং দেওয়া হয়েছে। তারা আশা করছে, হল সংখ্যা ৫০-এ গিয়ে দাঁড়াবে।

উত্তম আকাশ পরিচালিত ‘আমি নেতা হবো’ সিনেমাতে শাকিব-মিম জুটির পাশাপাশি অভিনয় করেছেন ওমর সানী, মৌসুমী, কাজী হায়াত প্রমুখ।

গত মঙ্গলবার বিকেলে প্রথম পোস্টারে দেখা যায় নেতা শাকিব খানকে। যেখানে আরও রয়েছে বিদ্যা সিনহা মিম। পোস্টারে শাকিব খানকে দেখা গেছে সাদা পাঞ্জাবী পরা। যেখানে রাজনৈতিক নেতার মতো আঙুল তুলে ভাষণ দিচ্ছেন তিনি।

পোস্টার নিয়ে নির্মাতা বলেন, ‘এর আগে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্টার দেখা গিয়েছিল যেটা মোবাইলে তুলে কেউ হয়ত ছেড়েছে। কিন্তু এই পোস্টারটি অফিসিয়াল। এরপর আরও পোস্টার আছে, যেগুলো ধীরে ধীরে প্রকাশ করা হবে।’

উল্লেখ্য, ১৬ ফেব্রুয়ারি একই দিনে ভালোবাসা দিবস উপলক্ষে দেশের শতাধিক হলে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘নূরজাহান’ সিনেমাটির।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি