ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মাকাল ফল মার্কা ছদ্মবেশী চলচ্চিত্রপ্রেমীরা বিতাড়িত হোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ১০ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১০:৫৩, ১০ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

চিত্রনায়ক ওমর সানি। বরাবরই তিনি একটু প্রতিবাদি তারকা। যখনই কোন ইস্যু বা চলচ্চিত্র সংশ্লিষ্ট বিষয় সামনে এসে উপস্থিত হয় কোনভাবেই চুপ থাকতে পারেন না তিনি। প্রতিবাদ করেন সরাসরি অথবা নিজের সোশ্যাল সাউডে। এর আগেও আমরা তেমনটি দেখেছি। নতুন করে এবার তিনি আবারও চলচ্চিত্র সংশ্লিষ্ট বিষয় নিয়ে প্রতিবাদী স্ট্যাটাস দিয়েছেন। নিজের ফেসবুকে এই স্ট্যাটাস প্রকাশের সঙ্গে সঙ্গে সানি ভক্তদের লাইক ও কমেন্ট আসতে শুরু করে।

গত ৭ ফেব্রুয়ারি তিনি তার ফেসবুকে লিখেছেন-

চলচ্চিত্রের মুষ্ঠিমেয় কিছু (মাকাল ফল মার্কা) মানুষ, অন্য সেক্টরের মানুষের কাছে চলচ্চিত্রকে, চলচ্চিত্রের মানুষকে পুজি করে নিজের আখের গুচাচ্ছে আর চলচ্চিত্রকে করছে ধ্বংশ, আমাদের করছে অপমানিত।

আসুন আমরা যারা চলচ্চিত্রকে ভালোবাসি, চলচ্চিত্রের মানুষদের ভালোবাসি তারা সবাই এক হই, আর মুষ্ঠিমেয় মাকাল ফল মার্কা (ছদ্ধবেশী চলচ্চিত্রপ্রেমী) মানুষের হাত হতে চলচ্চিত্রকে রক্ষা করি।

জয় হোক বাংলা চলচ্চিত্রের, বিতারিত হোক মুষ্ঠিমেয় কিছু মাকাল ফল মার্কা ছদ্ধবেশী চলচ্চিত্রপ্রেমীরা।’

তার এই স্ট্যাটাসের পক্ষে অবস্থান নিয়ে কমেন্ট দিয়েছেন সংখ্য মানুষ। শেয়ারও করেছেন অনেকে।

হাবিবুল ইসলাম হাবিব (নির্মাতা) মন্তব্য করেছেন- ‘বাংলাদেশে সিনেমার জয় হবেই হবে ইনশালল্লাহ।।’

অন্য আরেকজন লিখেছেন- ‘সত্য বলতে হলে অদম্য সাহস লাগে যা অন্য অভিনেতার মধ্যে খুজে পাওয়া যায় না। কিন্তু আমার প্রিয় মানুষ সত্য বলতে দিধাবোধ করেন না। অকপটেই সত্য বলে দেন। সেলুট প্রিয় মানুষ ‘

আবার কেউ লিখেছেন- ‘বাংলা চলচ্চিত্র এগিয়ে চলুক আপন গতিতে, ঝরে পড়ুক অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশকারী। ভাইয়া আপনার সাথে সহমত।’

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি