ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সানির নামে থানায় অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪১, ১১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

পর্ণগ্রাফি ছেড়ে অভিনয় জগতে এসেছেন সানি লিওন। এখন তিনি সফল বলিউড অভিনেত্রী। তবে আজও সানিকে দেখলে অনেকের চোখে সেই ইমেজই ভেসে ওঠে। আর এ জন্য মাঝে মধ্যেই সমালোচিত হতে হয় তারকাকে।

এই পর্ণস্টার ইমেজের কারণে আবারও বিপাকে পড়েছেন সানি লিওন। তার বিরুদ্ধে চেন্নাইয়ের নাজারথপেট থানায় অভিযোগ দায়ের করেছেন এক ব্যক্তি। অভিযোগে বলা হয়েছে, সানি পর্ণগ্রাফিকে প্রচার করেন। দেশের আইন অনুযায়ী যা অপরাধ। সানির জন্য দেশের সংস্কৃতিরও বারোটা বাজছে।

এদিকে শনিবারই চেন্নাইতে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে আসেন সানি। বলিউডের পর দক্ষিণী সিনেমাতে ঝড় তুলতে যাচ্ছেন তিনি। এই প্রথম তামিল সিনেমাতে অভিনয় করতে চলেছেন সানি। সিনেমার নাম ভিরামা দেবী। এই সিনেমার অনুষ্ঠানে যোগদিতেই সানি চেন্নাইতে পা রাখেন। আর এদিনই থানায় তার নামে অভিযোগ দায়ের করা হয়। যদিও এনিয়ে অভিনেত্রীর পক্ষ থেকে কোন বিবৃতি আসেনি।

তবে এবারই প্রথম নয়। এর আগেও সানিকে নিয়ে উত্তাল হয় চেন্নাই। গত বছর সানির বর্ষবরণ অনুষ্ঠান বন্ধের দাবিতে চলে বিক্ষোভ। কিছু কট্টরপন্থী সংগঠন বর্ষবরণের রাতে সানির অনুষ্ঠানের প্রবল বিরোধীতা করে। তাদের দাবি এই ধরনের অনুষ্ঠান রাজ্যের সংস্কৃতিতে আঘাত হানবে। যার জেরে অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নেয় আয়োজকরা।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি