ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভালোবাসা দিবসে মেহজাবিনের ‘টুকরো প্রেমের টান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৭, ১১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১০:১৯, ১১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

মৌমিতার দু’চোখ ভরা স্বপ্ন, একদিন নাম করা সংগীতশিল্পী হবে। একটু ফুসরত পেলেই প্রিয়বন্ধু রাহাতকে গান শোনায় সে। মৌমিতা বিখ্যাত সংগীতশিল্পী হোক এটা কিছুতেই মেনে নিতে পারে না রাহাত। সে মৌমিতাকে ভালোবাসে। রাহাত ভাবে, মৌমিতা যদি সেলিব্রেটি হয়ে যায়, তবে সে তাকে ভুলে যেতে পারে।

ঘটনাক্রমে সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী ইরফানের সঙ্গে পরিচয় ঘটে রাহাতের। পরিচয়ের সূত্রে রাহাতকে তার ভিজিটিং কার্ড দেয় ইরফান। একদিন রেস্টুরেন্টে খেতে গিয়ে জোর করে রাহাতের মানিব্যাগ নেয় মৌমিতা এবং সেখানে শিল্পী ইরফানের ভিজিটিং কার্ড খুজে পায়। এরপর ইরফানের সাথে পরিচয় করিয়ে দেবার জন্য রাহাতকে চাপ দিতে থাকে। একদিন বাধ্য হয়ে মৌমিতাকে নিয়ে সে ইরফানের কাছে যায়। ইরফান মৌমিতার গান শুনে মুগ্ধ হয় এবং এরপর থেকে প্রতিনিয়ত ইরফানের স্টুডিওতে সময় দিতে থাকে মৌমিতা। ইরফানের সাথে মৌমিতার বন্ধুত্বপূর্ণ সর্ম্পক তৈরি হয়। এভাবেই এগিয়ে যেতে থাকে নাটকের গল্প।

আসছে ভালোবাসা দিবসের দিন প্রচার হতে যাচ্ছে বি ইউ শুভর নির্দেশিত বিশেষ নাটক ‘টুকরো প্রেমের টান’। এই নাটকে মা – মেয়ের চরিত্রে অভিনয় করেছেন গুণী অভিনেত্রী অরুনা বিশ্বাস ও মেহজাবিন চৌধুরী। নাটকে একজন সঙ্গীত শিল্পীর ভূমিকায় দেখা যাবে মেহজাবিন চৌধুরীকে। নাটকে মেহজাবিনের প্রেমিক চরিত্রে অভিনয় করেছেন এস এন জনি। একই সঙ্গে একজন সঙ্গীত পরিচালকের ভূমিকায় অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব।

এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অরুনা বিশ্বাস বলেন, ‘নাটকটির গল্পটা সত্যিই চমৎকার। মা মেয়ের মধ্যকার সুন্দর একটা সম্পর্ক নাটকটির অনেকাংশেই তুলে ধরা হয়েছে। খুব মিষ্টি চেহারার একজন ভালো অভিনেত্রী মেহজাবিন। বেশ ভালো অভিনয়ও করে।’

মেহজাবিন বলেন, ‘অরুনা দিদি এদেশের একজন খ্যাতিমান অভিনেত্রী। তিনি আমাকে খুব স্নেহ করেন। এই নাটকে আমাদের মা মেয়ের অভিনয় আমি বেশ উপভোগ করেছি।’

বি ইউ শুভ জানান আগামী ১৪ ফেব্রুয়ারি রাত নয়টায় এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।

উল্লেখ্য, বি ইউ শুভর নির্দেশনায় মেহজাবিন চৌধুরী ‘বাইকম্যান’,‘রঙতুলি ভালোবাসা’, ‘ময়ূরাক্ষি তোমায় দিলাম’সহ দশ/বারোটি নাটক টেলিফিল্মে অভিনয় করেছেন।

এদিকে একুশে টিভিতে বি ইউ শুভ নির্দেশিত ‘দুপুর আকাশের রঙধনু’ শিরোনামের একটি নাটক প্রচার হবে ভালোবাসা দিবসে। এতে অভিনয় করেছেন অপূর্ব ও পপি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি