ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সেন্সরে যাচ্ছে হাবিবের ‘রাত্রির যাত্রী’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০০, ১১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নানা চড়াই উৎরাই পেরিয়ে শেষ হয়েছে হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত এবং মৌসুমী অভিনীত সিনেমা ‘রাত্রির যাত্রী’। ২০১৫ সালে শুরু হয়েছিল সিনেমাটির শুটিং। শুরু থেকেই  অনলাইন দুনিয়ায় ব্যপক প্রচারণা শুরু হয়। যা অব্যাহত রয়েছে। সিনেমাটি নিয়ে বেশ আশাবাদ ব্যক্ত করেছেন মৌসুমী।
এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী আমি। কারণ গল্পে ভিন্নতা আছে। কমলাপুর রেলওয়ে স্টেশনে আসা একটি মেয়ের আগমনের মধ্য দিয়ে এর গল্প শুরু হয়। সেই মেয়ের চরিত্রেই আমি অভিনয় করেছি। শুধু আমি নই, আনিসুর রহমান মিলন, এটিএম শামসুজ্জামান অন্যরাও ভিন্ন ভিন্ন চরিত্রে অভিনয় করেছেন।’
সিনেমাটির পরিচালক হাবিব বলেন, ‘গ্রাম থেকে বাধ্য হয়ে উঠে আসা একজন মেয়ের স্বপ্ন, যুদ্ধ, ভ্রমণ দেখা যাবে। আর এক কথায় আজকের প্রেক্ষাপটে প্রেম, ভালোবাসা, স্বপ্ন, আর চাওয়া-পাওয়া গরমিলের গল্পের সিনেমা এটি। বর্তমানে এ সিনেমার কালার এবং আবহ সঙ্গীতের কাজ চলছে। আশা করি শিগগিরই সব কাজ শেষ করে মুক্তির তারিখ ঘোষণা করা হবে।’
আগামী মাসের শুরুতে সিনেমাটি সেন্সরে জমা দেয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি