ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অপুর সঙ্গে কোন আলোচনাই চান না শাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩০, ১১ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে আছেন চিত্রনায়ক শাকিব খান। সেখানে শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। অ্যাকশন-থ্রিলার ধাঁচের গল্প নিয়ে ‘সুপার হিরো’ সিনেমা নির্মাণ করছেন পরিচালক আশিকুর রহমান। সিডনির বিভিন্ন লোকেশনে সেই সিনেমারই শুটিং চলছে। এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। আগামী ১৭ অথবা ১৮ ফেব্রুয়ারি ঢাকায় ফিরবেন শাকিব। অপরদিকে ২২ ফেব্রুয়ারি শেষ হচ্ছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সঙ্গে তার সব ধরণের সম্পর্ক। শাকিব খানের সঙ্গে অপুর তালাক কার্যকর হচ্ছে এই দিন।

বিষয়টি নিয়ে শাকিবের একটাই কথা, তিনি আর চান না এই সম্পর্ক জোড়া লাগুক। অপু বিশ্বাসের সঙ্গে বৈবাহিক সম্পর্ক অব্যাহত রাখার ব্যাপারে তিনি আর আগ্রহী নন। শাকিব গণমাধ্যমকে বলেন- ‘আমি চাই, এটা শেষ হয়ে যাক।’

অপু বিশ্বাসের সঙ্গে শেষ মুহূর্তে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনাও তিনি নাকচ করে দেন। তিনি বলেন, ‘একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য উভয় পক্ষের মধ্যে শ্রদ্ধা থাকতে হবে। আমি মনে করি, তা এখন আর অবশিষ্ট নেই।’

একমাত্র ছেলে আব্রামের বিষয়ে ঢালিউডের এই নায়ক বলেন, ‘আব্রামের ভালোর জন্য আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। ওকে ভালো স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার ব্যবস্থা করা, ওকে ভালো রাখা, ওকে প্রতিষ্ঠিত করার ব্যাপারে সব ধরনের সাপোর্ট দেব।’

তালাক কার্যকর হওয়ার পর দেনমোহর পরিশোধ সম্পর্কে শাকিব খান জানান, দেনমোহর বাবদ তিনি সাত লাখ টাকা পরিশোধ করবেন। ছেলের খরচ বাবদ এখন প্রতি মাসে অপুকে এক লাখ করে দিচ্ছেন তিনি। এই টাকা নগদে অথবা চেকে দিচ্ছেন শাকিব।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি