আবদুল গফুর হালীকে উৎসর্গ ‘নূরজাহান’
প্রকাশিত : ২৩:০৪, ১১ ফেব্রুয়ারি ২০১৮
আগামী ১৬ ফেব্রুয়ারি সারাদেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘নূরজাহান’। এখন চলছে ছবিটির প্রচারণা। ছবিটি প্রযোজনা করছে বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া ও ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা রাজ চক্রবর্তী। তিনিও নেমেছেন ছবিটির প্রচারণায়।
আজ সন্ধ্যায় তাকে নিয়ে লাইভে আসে বাংলাদেশি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। এর কর্ণধার আব্দুল আজিজের উপস্থাপনায় লাইভে আরও উপস্থিত ছিলেন ছবিটির নায়ক-নায়িকা পূজা চেরি ও আদৃত, ছিলেন ছবিটির গানের শিল্পী কণা ও ইমরান। অতিথি হিসেবে যোগ দেন বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী সন্দীপন।
লাইভে ছবিটি নিয়ে সবাই কথা বলেন। তারা এর গল্প, অভিনয়, গান, লোকেশন, কাজের অভিজ্ঞতা শেয়ার করেন। তারই ফাঁকে জাজ প্রধান আব্দুল আজিজ ঘোষণা দিলেন ‘নূরজাহান’ ছবিটি উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও লোকশিল্পী আবদুল গফুর হালীর নামে।
লাইভে উপস্থিত সবাই ‘সোনাবন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা’ গানটি গাইছিলেন। এসময় আব্দুল আজিজ বলেন, ‘এই গানটির মূল গীতিকার, সুরকার আবদুল গফুর হালী। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আমরা ‘নূরজাহান’ ছবিটি তার নামে উৎসর্গ করলাম।’
এসি/