ঢাকা, সোমবার   ০২ ডিসেম্বর ২০২৪

আজ দেখুন সেরা দশ রোমান্টিক সিনেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৮, ১৪ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:০৯, ১৪ ফেব্রুয়ারি ২০১৮

আজ বিশ্ব ভালোবাসা দিবস। এদিন প্রিয় মানুষটিকে নিয়ে অনেকেই হয়তো অনেক পরিকল্পনা করেছেন। কেউ ঘুরে বেড়াবেন সারাদিন, কেউ আপন মানুষটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন, কেউ আবার প্রিয় মানুষটিকে নিয়ে একান্তে সময় কাটাবেন। সবার জন্যই থাকছে আজকের আয়োজন। সুযোগ করে আজ আপনি আপনার ভালোবাসার মানুষটিকে নিয়ে দেখতে পারেন কিছু রোমান্টিক সিনেমা।

ভালোবাসা দিবস উপলক্ষ্যে সেরা দশ রোমান্টিক সিনেমার তালিকা নিয়ে তৈরি করা হয়েছে এই প্রতিবেদন।

জুলস অ্যান্ড জিম

স্থান প্যারিস। ১৯৬২ সাল। ফরাসি নিউ ওয়েভ সিনেমার স্বর্ণযুগ। মুক্তি পায়া ‘জুলস অ্যান্ড জিম’। মানবীয় আবেগের জটিলতার প্রকাশ এবং পর্দায় নারীর প্রথাগত উপস্থাপনের বাইরে যাওয়ার প্রচেষ্টা - দুইয়ে মিলে নতুন এক মাইলফলকের সৃষ্টি করে ত্রিভূজ প্রেমের এই গল্প।

ক্যাথরিন নামের এক ফরাসি নারী একই সঙ্গে প্রেমে পড়েছে দুই তরুণের। একজন জুলস, জাতে জার্মান। অপরজন জিম, ফরাসি। দুই পুরুষও পাগলের মতোই ভালবাসে ক্যাথরিনকে। দুজনেরই সঙ্গেই প্রেম এগিয়ে যেতে থাকে সমান তালে।

রুম উইথ ভিউ

কদিন বাদেই বিয়ের পিড়িতে বসছে লুসি। বোন শার্লটকে নিয়ে তাই সে বেড়াতে এসেছে ইতালির ফ্লোরেন্সে। খুঁজে পেতে একটা হোটেলে উঠলো বটে তারা, কিন্তু ঘরে ঢুকে দেখে সেখানে নেই কোনো জানালা। ঠিক এমন সময়ই তাদের সাহায্যে এগিয়ে এল মিস্টার এমারসন এবং তার তরুণ ছেলে জর্জ। স্বাপ্নিক এই তরুণের প্রেমেই অবশেষে পড়ে যায় লুসি। ওদিকে ফ্লোরেন্সের দিনগুলি শেষ হয়ে এলে লুসি টের পায়, ব্রিটেনে, নিজের শহরে ফিরে যেতে হবে তাকে তার বাগদত্তের কাছেই।

১৯৮৫ সালের সিনেমাটি স্মরণীয় হয়ে আছে মূল চরিত্রে হেলেনা বোনহ্যাম কার্টারের অনবদ্য অভিনয়ের জন্য। ই এম ফ্রস্টারের উপন্যাস অবলম্বনে এটি পরিচালনা করেছিলেন জেমস আইভরি। অভিনয়ে হেলেনাকে সঙ্গ দিয়েছিলেন ম্যাগি স্মিথ, ডেনহম এলিয়টের মতো শিল্পীরা।

ইটারনাল সানশাইন অফ স্পটলেস মাইন্ড

ব্রিটিশ অভিনেত্রী কেইট উইন্সলেটের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ‘টাইটানিক’ হলেও চলচ্চিত্রপ্রেমীরা তাকে সবসময়ই মনে রাখবেন ‘ইটারনাল সানশাইন অফ আ স্পটলেস মাইন্ড’ সিনেমার নীল চুলের স্বাধীনচেতা মেয়ে ক্লেমেন্টাইন ক্রসিনস্কি হিসেবেই। অন্যদিকে কৌতুকাভিনেতা হিসেবে বিশ্বব্যাপী খ্যাতি পেলেও জিম ক্যারির ক্যারিয়ারের অন্যতম মাইলফলক যে এই সিনেমাটিই- সেটাও স্বীকার করবেন সবাই।

প্রথম পরিচয়, প্রেমে পড়া, ধীরে ধীরে ভালবাসায় নিমজ্জিত হওয়া, আবার সেই ভালবাসার প্রতিই একসময় নিরাসক্ত হয়ে পড়া - আর দশটা মানবিক সম্পর্কের মতোই জোয়েল এবং ক্লেমেন্টাইনের ভালোবাসার গল্প। বিরহের তিক্ত স্মৃতিগুলোকে ভুলে যেতে দুজনেই শরণাপন্ন হয় একটি মানসিক সেবাদাতা প্রতিষ্ঠানের। তিক্ত স্মৃতি ভুলতে ভুলতেই তারা নতুন করে আবিষ্কার করে তাদের হারিয়ে যাওয়া ভালোবাসার মুহূর্তগুলোকে।

এমরকমই এক গল্পকে আলেকজান্ডার পোপের কবিতা থেকে ধার করা শিরোনাম দিয়ে সেলুলয়েডের ফিতায় বেঁধে ফেলেছিলেন মাইকেল গন্ড্রি। চার্লস কফম্যানের অনবদ্য চিত্রনাট্যে সিনেমাটি হয়ে উঠেছে আরও উপভোগ্য।

হ্যানা অ্যান্ড হার সিস্টার্স

‘ম্যানহ্যাটান’ খ্যাত নির্মাতা আর উডি অ্যালেনের সবচেয়ে হিট সিনেমা ১৯৮৬ সালের ‘হ্যানা অ্যান্ড হার সিস্টার্স’। সিনেমায় মিয়া ফ্যারো অভিনয় করেছেন হ্যানা নামের এক গৃহবধুর চরিত্রে, যার স্বামী এলিয়ট প্রেমে পড়ে যায় তারই বোন লিয়ের। ওদিকে একই সময়ে হ্যানার আরেক বোন হলির সঙ্গে প্রেমে মগ্ন হ্যানারই সাবেক স্বামী মিকি।

সিনেমায় এলিয়টের চরিত্রে অসাধারণ অভিনয় করে পার্শ্ব-চরিত্রে সেরা অভিনেতার অস্কার সেবার বাগিয়ে নিয়েছিলেন মাইকেল কেইন। মিয়া ফ্যারোও প্রশংসিত হয়েছিলেন অদ্ভূত রকমের মানসিক সঙ্কটের মধ্যে থেকেও দৃঢ়চেতা এক চরিত্রে অভিনয়ের সুবাদে।

দ‍্য অ‍্যাপার্টমেন্ট

‘সাম লাইক ইট হট` মুক্তির পরের বছরই নির্মাতা বিলি ওয়াইল্ডার দর্শকদের উপহার দিলেন আরেকটি কালজয়ী কমেডি- ‘দ‍্য অ‍্যাপার্টমেন্ট`। বক্স-অফিসে দারুন জনপ্রিয় হওয়া সিনেমাটি সমালোচকদেরও মন জয় করে নিয়েছিল সমানভাবে। জিতে নিয়েছিল সেরা চলচ্চিত্র, সেরা পরিচালনা এবং সেরা চিত্রনাট‍্যসহ ৫ টি অস্কার।

সিনেমার কেন্দ্রীয় চরিত্র বাড ব‍্যাক্সটার নামে এক কেরানি, যে নিজের অ‍্যাপার্টমেন্টটিকে অফিসের সহকর্মীদের যৌনক্রিয়ার জন্য ভাড়া দিয়ে থাকে। একদিন নিজের ঐ অ‍্যাপার্টমেন্টই সে আবিষ্কার করে তার স্বপ্নকন্যাকে, যে সঙ্গে করে নিয়ে এসেছে তাদেরই পরিচিত একজনকে।

বিলি ওয়াইল্ডারের এই সিনেমার অন‍্যতম গুণ, সিনেমাটি একদমই বাহুল্যবজর্িত। অত‍্যন্ত স্বতস্ফূর্তভাবে এগিয়েছে সিনেমার কাহিনি।

ইন দ‍্য মুড ফর লাভ

স্বামী বিশ্বাসঘাতকতা করছে স্ত্রীর সঙ্গে। প্রতারিত এই নারীর সমব‍্যাথী তারই মতো আরেক পুরুষ, যে ছলনার স্ত্রীর ছলনার শিকার। নিজেদের দুঃখ ভাগাভাগি করে নিতে নিতে একসময় একে অপরকে ভালোবেসে ফেলেন তারা। কিন্তু নিজেরা দাম্পত‍্যজীবনে বিশ্বাসঘাতকতা করবেন না বলে মনের কথা মনেই চেপে রাখেন।

হংকং-এর নির্মাতা ওং কার-ওয়াইয়ের ‘ইন দ‍্য মুড ফর লাভ`-এর গল্প এমনই স্পর্শকাতরতায় পূর্ণ। এর সঙ্গে যোগ হয়েছে প্রধান দুই চরিত্রে টনি লিওয়াং এবং ম‍্যাগি চিওয়াং-এর অভিনয়। তবে সবকিছুকে ছাড়িয়ে গেছে সিনেমাটির চিত্রগ্রহণ। অনুপম দৃশ্যবিন‍্যাসের কারণেই সিনেমাটি চলচ্চিত্রপ্রেমীদের বিশেষ পি্রয়।

ব্রেথলেস

সময়টা ১৯৬০ সাল। হলিউডের স্বর্ণযুগের সূর্য তখন অস্তগামী। ফ্রান্সে ঠিক তখনই ‘ব্রেথলেস` দিয়ে চলচ্চিত্রের ভাষা বদলে ফেললেন নির্মাতা জ‍্যঁ লুক গদার। জন্ম নিল নতুন এক চলচ্চিত্রধারার, যা আজ নিউ ওয়েভ সিনেমা নামে পরিচিত।

সিনেমার গল্প এক ছিঁচকে চোরকে নিয়ে, যে দুর্ঘটনাবশত এক পুলিশকে মেরে ফেলে। এর মধ্যে সে সম্পর্কে জড়িয়ে পড়েছে এক মার্কিন তরুণীর সঙ্গে। শাস্তির ভয়ে তাকে নিয়ে ইতালি পালাতে চায় সে।

তবে কাহিনি গুরুত্বপূর্ণ নয় এই সিনেমার জন্য। সিনেমার ক্রমিক বয়ানের ধারাকে সম্পূর্ণ অগ্রাহ্য করেছিলেন গদার। সেই সঙ্গে হলিউডের প্রচলিত চলচ্চিত্রকাঠামোকে গুড়িয়ে দিয়েছিলেন। আর তার ফলশ্রুতিতে দর্শক মুখোমুখি হতে পেরেছে অভিনব এক চলচ্চিত্রিক অভিজ্ঞতার।  

বিফোর সানরাইজ, বিফোর সানরাইজ, বিফোর সানরাইজ

রিচার্ড লিঙ্কলেটার বিশ্ববাসীকে চিনেছিলেন তার রোমান্টিক সিনেমাত্রয়ী ‘বিফোর সানরাইজ`, ‘বিফোর সানসেট` এবং ‘বিফোর মিডনাইট` দিয়ে।

তিনটি সিনেমারই কেন্দ্রীয় চরিত্র প্রেমিক যুগল সেলিন এবং জেসি। ইথান হক এবং জুলি ডেপলি অভিনীত এই দুই চরিত্রের পরিচয়, প্রণয়, বিচ্ছেদ এবং সবশেষে পুনর্মিলন- এমনই সরলরৈখিক গল্প নিয়ে এগিয়ে গেছে সিনেমা তিনটির গল্প। তারপরও এগুলো রোমান্টিক সিনেমাপ্রেমী সব দর্শকদের পছন্দের তালিকার শীর্ষে, তার কারণ নির্মাণকুশলতা।

কেবল প্রেমে পড়াই নয়, ভালোবাসার সবগুলো দিক ঘুড়ে বেড়ানো সিনেমা তিনটি তাই সহজ ভাষায় বলে চলে বেঁচে থাকারই দারুণ সুন্দর অভিজ্ঞতার কথা।

কাসাব্লাঙ্কা

পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো রোমান্টিক সিনেমার তালিকা অসম্পূর্ণ থেকে যাবে হামফ্রে বোগার্ট এবংইনগ্রিড বার্গম‍্যান অভিনীত এই সিনেমাটির কথা না বললে।

গল্পের মোড়ে মোড়ে দ্বন্দ্ব, নির্মেদ কথন, দারুণ নির্মাণশৈলী আর অসাধারণ অভিনয় নৈপুণ‍্য- সব মিলিয়েই কালোত্তীর্ণ সিনেমার সব রসদই যে আছে সিনেমাটিতে।

আর সিনেমার শেষে ‘বড় প্রেম কবল কাছেই টানেনা, দূরেও ঠেলে দেয়`- এই আপ্ত বাক‍্যকে সত‍্য প্রমাণ করা পরিণতি ‘কাসাব্লাঙ্কা`কে যেন তুলে ধরে এক অনন‍্য উচ্চতায়।

ব্রিফ এনকাউন্টার

কিছু প্রেম ছোটগল্পের মতো ‘শেষ হইয়াও হয় না শেষ’। এই সিনেমাটিও তেমন। ট্রেন যাত্রায় এক নিষিদ্ধ আকর্ষণের টানে যে প্রেমের শুরু, তা শেষও হয়ে যায় ট্রেনের হুইসেলের সঙ্গে সঙ্গে।

হলিউডের সবচেয়ে বিখ‍্যাত ক্লাসিক রোমান্টিক এই সিনেমায় ক্ষণিকের প্রেমিক-যুগলের ভূমিকায় অভিনয় করেছিলেন সিলিয়া জনসন এবং ট্রেভর হাওয়ার্ড। ক‍্যামেরার পেছনে ছিলেন ডেভিড লিন।

হলিউডে বর্তমানেও অসংখ্য ভালো ভালো রোমান্টিক সিনেমা নির্মাণ হচ্ছে। তবে এই সিনেমাগুলো সময়ের সঙ্গে পুরোন হয়ে গেলেও আজও সকল রোমান্টিকতাকে ছাড়িয়ে যাবে। তাই আজকের বিশেষ দিনটিকে আরও রঙিন করতে দেখেনিতে পারেন সিনেমাগুলো।

এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি