ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

এক ওড়নার নিচে শাকিব-বুবলীর রোমান্স

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:১০, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

সময় এখন শাকিব খান বুবলীর। বর্তমানে তারা দুজনেই অস্ট্রেলিয়াতে বেশ রোমান্স মুডে রয়েছেন। সেখানে আশিকুর রহমান পরিচালিত ‘সুপার হিরো সিনেমাতে শুটিং করছেন তারা। এরই মধ্যে প্রকাশ পেয়েছে এই জুটির ‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমার প্রথম ঝলক। প্রকাশিত পোস্টারে তাদের দু’জনকেই দেখা গেছে ভিন্ন রোমান্সে। প্রথম ঝলকেই রহস্যের ইঙ্গিত দিলেন দুই তারকা।

দেখা গেছে- বুবলীকে পেছন থেকে জড়িয়ে ধরে আছেন শাকিব। তার মুখ ওড়না দিয়ে অর্ধেক ঢাকা। আর বুবলীর মুখটা পুরোটাই ঢাকা। তবে বুঝতে কষ্ট হচ্ছে না তিনি সিনেমার নায়িকা বুবলীই।

শাকিব-বুবলী জুটির রসায়ন এরইমধ্যে দর্শকপ্রিয়তা পেয়েছে। এর আগে তারা উপহার দিয়েছেন ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’র মতো সিনেমা। নির্মাতা হিমেল আশরাফের ‘প্রিয়তমা’ সিনেমাতেও শাকিবের নায়িকা হিসেবে দেখা যাবে বুবলীকে।

‘চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ সিনেমাটিকে ঘিরে গত বছর থেকেই চলছে আলোচনা। এবার সিনেমার পোস্টারে শাকিব-বুবলী জুটি ইঙ্গি দিলেন ব্যতিক্রমী কিছু আসছে। এ সিনেমাটি পরিচালনা করছেন উত্তম আকাশ।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি