ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দীপু হাজরা’র নাটক ‘হেপি ফেমিলি’ আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৮, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

হাশেম-কাশেম দুই ভাই। আলাদা সংসার। প্রতিদিন সকাল হলেই দুই পরিবারে শুরু হয় ঝগড়া। এই ঝগড়া চলে ঘুমাবার পূর্ব পর্যন্ত। কিন্তু গ্রামবাসীকে তারা বড়মুখ করে বলে আমরা হেপি ফেমিলি। গ্রামবাসীও জানে তারা কেমন হেপি ফেমিলি। একদিন বড় ভাই হাশেম বউয়ের উপর রাগ করে বিষ পান করতে বাইরে চলে যায়। দিন পার হয়ে গেলেও বাড়ী ফেরেনা সে। সকলে উদ্বিগ্ন। সত্যিই কি হাশেম মরে গেল?

এমন গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘হেপি ফেমিলি’।

বৃন্দাবন দাসের রচনা ও দীপু হাজরা’র পরিচালনায় নির্মিত নাটকটিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, ফজলুর রহমান বাবু, শাহানাজ খুশী, মাসুদ রানা মিঠু, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, মাহমুদ বেলাল প্রমূখ।

নাটকটি আজ বিকাল ৩টায় গাজী টিভিতে প্রচারিত হবে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি