ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফের জুটি বাঁধছেন মৌসুমী-ওমর সানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪১, ১৫ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৭:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি ওমর সানি-মৌসুমী। অসংখ্যা ব্যবসা সফল ছবি তারা উপহার দিয়েছিলেন। সিনেমায় জুটি বেঁধে অভিনয় করতে করতে এক সময় সারা জীবনের জন্য জুটি বেঁধে ফেলেন। এবার তারা একটি পণ্যের শুভেচ্ছাদূত হিসেবে জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন। 

রানী গুড়া মসলার ব্র্যান্ড এ্যাম্বাসেডর হিসেবে আগামী শনিবার (১৭ ফেব্রুয়ারি) চুক্তি সাক্ষর হওয়ার কথা রয়েছে। চুক্তির পর টিভিসি ও বিলবোর্ডসহ নানাভাবে রানী গুড়া মসলার প্রচারে কাজ করবেন তারা।

চুক্তি সাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রানী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ব্যবসায়ী মোহাম্মদ বশির, রানী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মেহনাজ বশির, জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মনির হোসেন, ব্র্যান্ড ম্যানেজার গোলাম ছারওয়ার রুবেল এবং রানী ফুডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। সেখানে উপস্থিত সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানানো হবে। 

এদিকে আগামীকাল মৌসুমী ও ওমর সানি অভিনীত ‘আমি নেতা হবো’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে দেশের ১১৭টি প্রেক্ষাগৃহে। উত্তম আকাশ পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন শাকিব খান ও মিম। 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি