ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ মুক্তি পেয়েছে ‘নূর জাহান’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২০:৩৪, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

যৌথ প্রযোজনার সিনেমা ‘নূর জাহান’ মুক্তি পেল আজ শুক্রবার। ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি ঢাকাসহ দেশের ২১টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এমনটাই জানিয়েছেন সিনেমাটির বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ।

তবে সিনেমাটি খুবই কম সংখ্যক সিনেমা হলে মুক্তি দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে আবদুল আজিজ বলেন, ‘আমাদের ব্যবসায়ীক পলিসির কারণেই ২১টি হলে মুক্তি দিচ্ছি। আমরা চাইলে শতাধিক হলে মুক্তি দিতে পারতাম।’

তিনি বলেন, ‘প্রথম সপ্তাহ মুখ্য কোনো বিষয় নয়। এর আগে আমরা ‘বাদশা’ সিনেমাটি মাত্র ৫০টি হলে মুক্তি দিয়েছিলাম। কিন্তু এরপর পর্যায়ক্রমে সব হলেই সিনেমাটি নিয়েছে। এতে আমরা ব্যাবসায়ীকভাবেও লাভবান হয়েছি। এবারো আমরা এই পলিসিতে এগুচ্ছি।’

উল্লেখ্য, ‘নূর জাহান’ সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে পূজার। এখানে পূজার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার নতুন নায়ক আদ্রিত। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছে কলকাতার রাজ চক্রবর্তী প্রোডাকশন।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি