ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নায়করাজকে মরণোত্তর সম্মাননা দিল শিল্পী সমিতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

প্রয়াত নায়ক রাজ রাজ্জাককে মরণোত্তর সম্মাননা দিল চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এফডিসিতে সমিতির কার্যালয়ে রাজ্জাকের দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাটের হাতে সম্মাননা স্মারক ও উত্তরীয় তুলে দেওয়া হয়। সমিতির সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খান এ সম্মাননা স্মারক তুলে দেন।

এ বিষয়ে সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘১৯৮৪ সালে শিল্পী সমিতির প্রথম সভাপতি ছিলেন নায়করাজ রাজ্জাক। আমরা এ সম্মাননা দিতে পেরে সত্যিই আনন্দিত ও গর্বিত।’

সম্মাননা দেওয়ার সময় আরও উপস্থিত ছিলেন- রিয়াজ, অঞ্জনা, আলী রাজ, সুব্রত, ফেরদৌস, পপি, পূর্ণিমা, ইমন, নিরব, সাইমন, জ্যাকি আলমগীর, জেসমিন প্রমুখ।

উল্লেখ্য, এরআগে গত ৩০ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে চলচ্চিত্রের জ্যেষ্ঠ অভিনয়শিল্পী সোহেল রানা, ফারুক, সুচন্দা, ববিতা, আলমগীর, অঞ্জনা, চম্পা, রুবেল ও শাবনূরকে সম্মাননা দেওয়া হয়েছে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি