ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ভুতু’র পর এবার বলিউডে পটল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:২৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১১:৪৭, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

‘পটল’ আর ‘ভুতু’ দুই খুদে ভারতীয় শিল্পীর নেশায় এতদিন মজে ছিলেন বাংলার দর্শক। যদিও বেশ কিছু দিন হল ‘ভুতু’ পাড়ি দিয়েছে মুম্বাইতে। আর এবার ভুতুর পিছু পিছু আরব সাগরের তীরে পৌঁছে গেছে ‘পটলকুমার গানওয়াল’। হিন্দিতে শুরু হচ্ছে এই সিরিয়াল। আনন্দে মশগুল সিরিয়ালের পুরো টিম।

তবে প্রশ্ন একটাই- কাকে দেখা যাবে পটলের চরিত্রে! কে-ই বা হবেন সুজন কুমার? যদিও ‘ভুতু’র মুখ বদলাইনি। কিন্তু পটলের ভূমিকায় বাংলার পটল থাকছে কিনা, তা এখনও জানা যায়নি। তবে শোনা যাচ্ছে, পাওয়া গেছে হিন্দির সুজন কুমারকে।

সম্প্রতি মুম্বাইয়ে সুজনের চরিত্রের জন্য অডিশন দিয়েছেন ইকবাল খান। সব কিছু ঠিক থাকলে সাহেব চট্টোপাধ্যায় অভিনীত চরিত্রে দেখা যাবে ইকবালের। তবে কবে থেকে টিভির পর্দায় দেখা মিলবে ‘পটলকুমার গানওয়াল’ তা এখনও জানা যায়নি।

সূত্র : কলকাতা টুইন্টিফোর

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি