ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রবিবার দেশে ফিরছেন বুবলী   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৪৬, ১৭ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

প্রায় দুই মাস বাহিরে থেকে রবিবার দেশে ফিরছেন চিত্রনায়িকা শবনম বুবলী। তবে মাঝখানে একদিনের জন্য দেশে ছিলেন। গত ২২ জানুয়ারি ব্যাংকক থেকে ঢাকায় এসেই আবার অস্ট্রেলিয়ায় উড়াল দেন এই অভিনেত্রী। ডিসেম্বরের শেষ সপ্তাহে তিনি `চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া`র শ্যুটিংয়ের জন্য ব্যাংকক যান। তারপর শ্যুটিং এর জন্য চলে যান অস্ট্রেলিয়া।      

সবকিছুই চলছে তার কাঁটায় কাঁটায়। অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে ‘সুপারহিরো’ ছবির প্রথম লটের শ্যুটিং শেষ করেই ফিরছেন তিনি। এ সম্পর্কে বুবলী বলেন, অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরে বেশ ব্যস্ততায় কেটেছে গত কিছু দিন। প্রথম লটের শ্যুটিং শেষ। অবশেষে কাল দেশে ফিরছি। দু`একটা দিন বিশ্রাম নিয়ে ফের কাজ শুরু করবো `চিটাগাইংয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া`র বাকি লটের শ্যুটিংয়ের।  

‘সুপারহিরো’ ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন বুবলী। ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান। ছবিতে আরও অভিনয় করছেন তারিক আনাম খান, টাইগার রবি, তাসকিন রহমান, প্রমুখ। 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি