ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নিজের প্রচারণার অভিযোগ উড়িয়ে দিলেন অপু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৪, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অপু বিশ্বাস। ঢালিউডের সুপারস্টার তারকা। যদিও তিনি আরেক সুপারস্টার তারকা শাকিব খানের স্ত্রী ছিলেন। তবে এই স্ত্রী হওয়ার পর্বে অপু বিশ্বাস নিজেই একজন প্রতিষ্ঠিত শিল্পী হিসেবে খ্যাতি অর্জন করেন। ঢালিউডে শীর্ষ চিত্রনায়িকা যদি বলা হয় তবে তার নাম সবার আগেই লেখা হয়েছে একটা সময়। যদিও সেই জনপ্রিয়তা থাকা অবস্থাতেই তিনি কিছুটা অন্তরালে চলে যান। এর কারণ অবশ্য সবার জানা আছে। কিন্তু প্রায়ই কেউ কেউ বলে ওঠেন- অপু বিশ্বাস খুব বেশি প্রচারণা খোঁজেন। শাকিব খানকে ব্যবহার করার চেষ্টা করেন তিনি। তবে এই অভিযোগ তুড়ি মেরে উড়িয়ে দিলেন অপু।

অবশেষে এ বিষয়টি নিয়ে অপু বিশ্বাস গণমাধ্যমে মুখ খুলেছেন। তিনি বলেন, ‘আমি জানি না এটা কারা বলে। আমি প্রচারণা খুঁজতে যাব কেন? আমি নিজেই একজন প্রচারণার লোক। আমি যেখানে যাই সেখানেই একটি প্রচারণা শুরু হয়ে যায়। আমি অপু বিশ্বাস। লোকে তাদের প্রচারণার জন্য আমাকে নিয়ে যায়। আমি কেন প্রচারণা খুঁজতে যাব?’

শাকিবকে ব্যবহার করার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা এমনটি বলেন তারা হয়তো ভুলে যান যে শাকিব খান আমার স্বামী ছিলো। আর তাদের আমি বলব শাকিব কিংবা আমার দিকে তাকিয়ে নয়, শাকিবের সন্তানের দিকে তাকিয়ে একবার কথা বলুন। শাকিব খানের যে একটি বাচ্চা আছে, শাকিব খানের শরীরের একটা অংশ যে আছে, তাকে ভালোবাসতে বলেন। তারপর আমার এসব কথার ব্যাখ্যা করতে বলেন।’

উল্লেখ্য, শাকিব-অপুর বিচ্ছেদের পথ অনেকটা পরিস্কার। অল্পদিনের মধ্যেই তা চূড়ান্ত হবে। কোনভাবেই আর এই সম্পর্ক জোড়া লাগার সম্ভাবনা নেই। আর এ জন্য ইদানিং মিডিয়াতে সরব হয়ে উঠেছেন ঢালিউডের এই নায়িকা। নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন, বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে যুক্ত হচ্ছেন, বিভিন্ন প্রচারণায়ও অংশ নিচ্ছেন।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি