ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হানিমুনে নেপালে গেলেন তৌসিফ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪০, ১৯ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ। এবার হানিমুনে গেলেন জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। সব কিছু আগে থেকেই ঠিক করা ছিলো। নববধূ সুষমা ও তৌসিফ দুজনেই মধুচন্দ্রিমার এই পরিকল্পনা করে রেখেছিলেন।

রবিবার সকালের ফ্লাইটে তৌসিফ ও তার স্ত্রী সুষমা হানিমুন করতে নেপালে গেছেন। হিমালয় অধ্যুষিত ওই দেশটিতে নববধূকে নিয়ে আটদিন কাটাবেন তৌসিফ।

তৌসিফ বলেন, ‘শুটিংয়ে উদ্দেশ্যে কয়েজটি দেশ ভ্রমণ করেছি। কিন্তু আমার কাছে নেপাল সেরা মনে হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্য আর হিমালয় বেষ্টিত চারপাশ মুগ্ধ করে। সেজন্য হানিমুন করতে নেপালে যাওয়া।’

উল্লেখ্য, তিন বছরের প্রেম। এরপর পারিবারিক ভাবেই রাজধানীর ধানমন্ডির ছেলে তৌসিফ মাহবুব ও মিরপুরের মেয়ে জান্নাতুল ফেরদৌস সুষমার বিয়ে হয়। গত ৬ ফেব্রুয়ারি গায়ে হলুদ শেষে ৯ ফেব্রুয়ারি সুষমাকে বিয়ে করেন তৌসিফ। এরপর ১২ ফেব্রুয়ারি জমকালো আয়োজনে করা হয় বিবাহোত্তর সংবর্ধনা।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি