ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

তিশার জন্মদিনে ফারুকীর ব্রেসলেট উপহার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫১, ২০ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:২৭, ২০ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী তার স্ত্রী তিশার জন্মদিন উপলক্ষে ব্রেসলেট উপহার দিয়েছেন। গতকাল সোমবার রাত ১২টায় তিশার হাতে এই ব্রেসলেট পরিয়ে দেন তিনি। 

জন্মদিন উপলক্ষে রাত ১২টায় তিশার বাসায় কেক নিয়ে হাজির হন নির্মাতা রেদওয়ান রনি, চিরকুটের সুমীসহ অনেকে। এ সময় তিশা তিনটি কেক কেটেছেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘তিশাকে বিয়ের সময় তেমন কোনো অলংকার দেওয়া হয়নি। আর সোনার গয়নার ব্যাপারে তিশার একেবারেই আগ্রহ নেই। তবে বিয়ের পর প্রতি জন্মদিনে তিশার জন্য কোনো না কোনো গয়না উপহার দিই। এবার দিয়েছি ব্রেসলেট।’

ব্রেসলেট সম্পর্কে তিশা বললেন, ‘অসাধারণ! ওর পছন্দের কোনো তুলনায় নেই। ফারুকী কিন্তু সব সময়ই আমার জন্য প্রচুর কেনাকাটা করে। ঘন ঘন ওর কাছ থেকে নানা উপহার পাই। আমি খুব ভাগ্যবতী স্ত্রী। ওর কাছে আলাদা করে কিছু চাইতে হয় না।’

ফারুকীর ‘শনিবারের বিকেল’ নামে চলচ্চিত্রে অভিনয় করছেন তিশা। ইতোমধ্যে ছবিটির কাজ শেষ হয়েছে। সামনে শুরু হচ্ছে তার অরিন্দম শীলের ‘বালিঘর’ ছবির শ্যুটিং। 

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি