ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হোলি আর্টিজান থেকে অনুপ্রাণিত ‘শনিবার বিকেল’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৫, ২২ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

অনেক গোপনিয়তা। অনেক আলোচনা। চমকের অপেক্ষা। অবশেষে উন্মুক্ত হলো সব। জনপ্রিয় নিমার্তা মোস্তফা সরয়ার ফারুকী গত বছর যখন ‘স্যাটারডে আফটারনুন’ বা ‘শনিবার বিকেল’ সিনেমাটি নির্মাণ করার ঘোষণা দিয়েছিলেন তখন থেকেই গুঞ্জন চলে। ওই সময় শোনা গিয়েছিল গুলশানের হোলি আর্টিজান বেকারির নারকীয় তাণ্ডব নিয়ে সিনেমাটি নির্মিত হবে। কিন্তু তখন বিষয়টি নিয়ে মুখ খোলেননি নির্মাতা। এরই মধ্যে সিনেমার শুটিং শেষ করে ফেলেছেন তিনি। কঠোর গোপনীয়তার মধ্য দিয়ে শুটিং করেছেন তারা।

সম্প্রতি ফারুকী সিনেমাটির শুটিং শেষ হওয়ার ঘোষাণা দেন। এরপরই বিষয়টি নিয়ে সন্দেহ বাড়তে থাকে। গুঞ্জন আরও জোরালো হয়। অনেকেই বলতে লাগেন, হোলি আর্টিজানে হামলার সেই ঘটনা নিয়েই ফারুকী ‘শনিবার বিকেল’ নির্মাণ করেছেন। কিন্তু এত কিছুর পরও নির্মাতা মুখে কুলুপ এঁটে ছিলেন।

অবশেষে ২১ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফারুকী এ বিষয়ে মুখ খুললেন। তিনি জানান, ‘এটা হোলি আর্টিজান ঘটনা থেকে অনুপ্রাণিত, কিন্তু সেই ঘটনার হুবহু পুননির্মাণ না। চরিত্রেরাও আলাদা।’

ফারুকী বলেন, ‘যদিও আমরা কখনোই চাইনি সিনেমাটি নিয়ে আগাম কোনো তথ্য জানাতে। কারণ সিনেমাতে যা আছে সেটা এটি দেখতে গেলেই জানা যাবে। সিনেমার গল্প বা প্লট, এগুলো আগে বলা সিনেমার জন্য খুব স্বাস্থ্যকর না। যাই হোক, যেহেতু এসব নিয়ে নানা জনের নানা রকম স্পেকুলেশন আমরা দেখতে পাচ্ছি পত্রপত্রিকায় এবং সোশ্যাল মিডিয়ায়, সে কারণে আমরা এই বিষয়ে আমাদের বক্তব্য পরিষ্কার করতে চেয়েছি।’

তিনি আরো বলেন, ‘আজকে বার্লিন ফেস্টিভাল থেকে আমাদের জার্মান প্রযোজক আনা কাচকো’র সঙ্গে কথা বলে এ বিষয়ে ভ্যারাইটি একটা এক্সক্লুসিভ রিপোর্ট করেছে। সঙ্গে প্রকাশ করেছে সিনেমার প্রথম স্থিরচিত্র। সেই সূত্র ধরে আমরাও প্রকাশ করছি ফার্স্ট লুক এবং আমাদের পরিষ্কার বক্তব্য, যাতে কোনো কানাঘুষার সুযোগ না থাকে।’

সিনেমার নাম প্রসঙ্গে ফারুকী বলেন, ‘একটা শনিবার বিকেল, সুন্দর বিকেল, চমৎকার বিকেল, কী করে দুঃসহ ও বিভীষিকাময় হয়ে উঠল, তা-ই বলতে চেয়েছি। কিন্তু আমাদের গল্পটা শেষ পর্যন্ত বিভীষিকাময় থাকল না, আমাদের গল্পটা শেষ পর্যন্ত আশার।’

ফেসবুকেও এটি নিয়ে ফারুকী ভক্তরা ফুটনোট শেয়ার করেছেন :

১. শনিবার বিকেল একটা সিঙ্গল শট মুভি।

২. এটা একটা জিম্মি ঘটনা নিয়ে বানানো।

৩. এটা হোলি আর্টিজান ঘটনা থেকে অনুপ্রাণিত, কিন্তু সেই ঘটনার হুবহু পুনর্নির্মাণ না। চরিত্রেরাও আলাদা।

বাংলাদেশ-ভারত-জার্মান যৌথ প্রযোজনায় ‘শনিবার বিকেল’ সিনেমাটি জাজ মাল্টিমিডিয়া আর কলকাতার শ্যাম সুন্দর দে’র পাশাপাশি ছবিয়ালও প্রযোজনা করছে। সিনেমাটিতে সিনেমাটোগ্রাফার হিসেবে রয়েছেন আজিজ জাম্বাকিয়েভ।

‘শনিবার বিকেল’ সিনেমাটিতে জাহিদ হাসান, নুসরাত ইমরোজ তিশা ও ফিলিস্তিনের চলচ্চিত্র তারকা ইয়াদ হুরানি অভিনয় করেছেন। এ ছাড়াও রয়েছেন আরও কয়েকজন দেশি-বিদেশি অভিনেতা।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি