ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

সুরকার আলী আকবর রুপু আর নেই

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ২২ ফেব্রুয়ারি ২০১৮

খ্যাতিমান সুরকার ও সঙ্গীত পরিচালক আলী আকবর রুপু আর নেই (ইন্নালিল্লাহি ... রাজিউন)। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র বেশকিছু জনপ্রিয় গানের সুর ও সংগীতায়জন করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার বেলা ১২টা ৪০ মিনিটের দিকে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এ খবর নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

তিনি কিডনি, স্ট্রোক এবং হার্টের সমস্যায় ভুগছিলেন।

শুধু ‘ইত্যাদি’ নয়, দেশের অনেক নবাগত ও খ্যাতিমান শিল্পীর গানে সুর করেছেন তিনি। এর আগে বিক্রমপুর জন্ম নেওয়া এই মানুষটি ১৯৮৩ সালে ‘উইন্ডস’ নামক একটি ব্যান্ডের সঙ্গে ছিলেন।

সম্প্রতি তিনি গুরুতর অসুস্থ হলে ইউনাইটেড হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করানো হয়। পরে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হলেও আবারও আইসিইউতে নিতে হয়েছে। এর আগে তিনি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে তার মেয়ে ফারিয়া জানিয়েছেন- বাবার জানাজা বাদ আসর- গুলশান আজাদ মসজিদ এবং বাদ মাগরিব- বড় মগবাজার জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি