ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

তৃতীয় স্ত্রীকে নিয়ে প্রকাশ্যে আসলেন হৃদয় খান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৪:৩৯, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

আবারও সংসার পাতলেন কণ্ঠশিল্পী হৃদয় খান। এই শিরোনাটি হয়তো অনেকের কাছেই পুরোনো। কারণ গত বছরের ৯ সেপ্টেম্বর শনিবার তার গায়ে হলুদ হয়েছে। সেই সঙ্গে ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক বিবাহ পর্ব সম্পন্ন হয় তার। যদিও বিষয়টি হৃদয় খান মিডিয়ার কাছে রেখেছিলেন গোপন। ওই সময় বিয়ের বিষয়টি গোপন রাখলেও গোপন থাকেনি হৃদয় খানের বিয়ের ছবি। কনের সঙ্গে হৃদয় খানের ছবি প্রকাশ পায় বিভিন্ন মাধ্যমে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিজের তৃতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রকাশ্যে আসলেন এই কণ্ঠশিল্পী।

ঘনিষ্ট সূত্রে জানা গেছে, হৃদয়ের স্ত্রীর নাম হুমায়রা। তিনি থাকেন মালয়েশিয়ায়।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয় এই দুজনের বিবাহোত্তর সংবর্ধনার। এতে উপস্থিত ছিলেন হৃদয়ের ঘনবিষ্ঠজনেরা।

উল্লেখ্য, এটি হৃদয় খানের তৃতীয় বিয়ে। ২০১০ সালের শুরুর দিকে পূর্ণিমা আকতার নামের একজনকে বিয়ে করেছিলেন এই সংগীত তারকা। ছয় মাসের মাথায় সেই সংসার ভেঙে যায়। এরপর ২০১৪ সালে ভালোবেসে বিয়ে করেন মডেল সুজানাকে। তার সেই বিয়ে টিকেছিল মাত্র আট মাস। এরপর তিনি এই বিয়ে করলেন।

এসএ/

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি