ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কাল মালয়েশিয়া যাচ্ছেন ফেরদৌস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১৫:০৩, ২৩ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

জনপ্রিয় নায়ক ফেরদৌস আহমেদ। মালয়েশিয়ায় শুধু বাংলাদেশিদের ব্যবহারের জন্য একটি সিম কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তিনি। সম্প্রতি ফিল্ডা নামের মালয়েশিয়ান সে কোম্পানিটির সঙ্গে চুক্তিবদ্ধ হন ফেরদৌস। এজন্য প্রচারের কাজে শনিবার মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন নায়ক।

বিষয়টি নিয়ে ফেরদৌস বলেন, ‘ফিল্ডা নামে শুধু বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ায় নতুন একটি সিম কার্ড চালু করা হচ্ছে। তার প্রমোশনের কাজেই যাচ্ছি সেখানে। ওখানকার যারা বাংলাদেশি আছেন, শুধু তারাই এ সিমটি ব্যবহার করতে পারবেন। সেখান থেকে এ সিমের মাধ্যমে দেশে টাকাও পাঠাতে পারবেন প্রবাসীরা। আমি এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করব।’

এদিকে দেশে ফিরেই ফেরদৌস ‘বিউটি সার্কাস’ সিনেমার কাজ শুরু করবেন। বড় বাজেটের এ সিনেমাটি নির্মাণ করছেন ছোট পর্দার খ্যাতিমান নির্মাতা মাহমুদ দিদার।

ফেরদৌস ছাড়াও জয়া আহসান, তৌকীর আহমেদসহ আরও অনেকেই এই সিনেমার উল্লেখযোগ্য চরিত্রে অভিনয় করছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি